উত্তরাখণ্ড, 23 অগস্ট: উত্তরাখণ্ডে কেদারনাথ যাওয়ার রাস্তায় ধস নেমে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে ৷ লাগাতার বৃষ্টিতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কেদারনাথ যাওয়ার রাস্তায় বৃহস্পতিবার মধ্যরাতে ধস নামে ৷ এই ধসে চাপা পড়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ গত 31 জুলাই কেদারনাথের রাস্তায় বিপর্যয়ের পর, এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা ওই অঞ্চলে ৷ আজকের এই ধসের ঘটনায় আরও চারজনকে উদ্ধার করে রুদ্রপ্রয়াগ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
এ নিয়ে রুদ্রপ্রয়াগ জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, "গতকাল রাত প্রায় 1টা 20 মিনিট নাগাদ আমরা ধস নামার খবর পাই ৷ তারপরেই দ্রুত বাহিনীর সদস্যদের সেখানে উদ্ধারকাজে নামিয়ে দেওয়া হয় ৷ অতিরিক্ত বৃষ্টির কারণে রুদ্রপ্রয়াগের ফাটা হেলিপ্যাডের কাছে খাত গাদের এলাকায় হাইওয়েতে ধস নামে ৷ সেই ধসে 4 জন নেপালি বংশোদ্ভূতের চাপা পড়ার খবর পাই আমরা ৷ তবে, ধসের নীচে চাপা পড়া চার জনের কারওকেই জীবিত উদ্ধার করা যায়নি ৷"