পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, 2 চিকিৎসক-সহ মৃত 5 - UP ROAD ACCIDENT

লখনউতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা ৷ 2 চিকিৎসক-সহ পাঁচ জনের মৃত্যু ৷

ACCIDENT IN KANNAUJ
আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2024, 5:24 PM IST

লখনউ, 27 নভেম্বর: আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাইফাই মেডিক্যাল কলেজের দুই চিকিৎসক-সহ 5 জনের ৷ বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, সকলেই লখনউ থেকে ফিরছিলেন ৷

ভোর চারটের দিকে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়িটি। দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অন্যদিকে একটি ট্রাকে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় গাড়িতে মোট 6 জন ছিলেন। দুর্ঘটনায় আহত এক চিকিৎসককে সাইফাই মেডিক্যাল কলেজে পাঠানো করা হয়েছে ৷

জানা গিয়েছে, এরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে লখনউ গিয়েছিলেন। সকলেই গাড়িতে করে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। তিরওয়া কোতোয়ালি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে অন্যদিকের লেনে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুই চিকিৎসক-সহ পাঁচ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন, চিকিৎসক অনুজ কুমার, চিকিৎসক নরেন্দ্র দেবের পাশাপাশি ল্যাব টেকনিশিয়ান সন্তোষ কুমার মৌর্য এবং কর্মচারী অনিরুধ ভার্মা।

কনৌজের ভীম রাও আম্বেদকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক সিপি পাল জানান, ভোরে পাঁচ জনকে আনা হয়েছিল, যার মধ্যে চার জনের আইডি কার্ড পাওয়া গিয়েছে। আহত চিকিৎসক জয়বীর সিং, করণ সিংয়ের ছেলে (39) মুরাদাবাদের বুদ্ধবিহারের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের শনাক্ত করে তাঁদের পরিবারে খবর দেয়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছন।

মঙ্গলবার গভীর রাতে আলিগড়ের কাছে অন্য একটি দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন ৷ আলিগড়ের ছারা থানা এলাকার বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দ্রুতগতির বাসের সঙ্গে শস্যবোঝাই একটি ট্রাক্টরের সংঘর্ষ হয় ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে যায় ৷ ঘটনায় 12 জন আহত হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷ যাদের প্রাথমিকভাবে জেএন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ অফিসার মহেশ কুমার জানান, দুর্ঘটনায় বাস চালক সত্যদেব-সহ 12 জন আহত হয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details