পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পিকআপ ভ্যান পিষে দিল 11 জন পথচারীকে, মৃত 5 - ROAD ACCIDENT IN BIHAR

বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ মৃত 5 ও আহত 6 ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক ।

Road Accident in bihar
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 8 hours ago

পূর্ণিয়া(বিহার), 23 ডিসেম্বর: বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পিষে দিল 11 জন পথচারীকে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের । আহত হয়েছেন ছ'জন পথচারী । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে 10টা নাগাদ বিহারের পূর্ণিয়া জেলার ধামদহ থানার ঢাকওয়া গ্রামে । ঘাতক গাড়ি-সহ চালককে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোকওয়া গ্রামের পঞ্চায়েত ভবনের কাছে রাস্তার ধারে লোকেরা দাঁড়িয়ে ছিলেন ৷ তখন দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে 11 জন পথচারীকে পিষে দিয়ে বেরিয়ে যায় । ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন ছ'জন । স্থানীয় লোকজনের কথায়, চালক মদ্যপান করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন ৷ যার কারণে তাঁরা গাড়িটিকে থামানোর সাহস পাইনি । এর ফলে এই দুর্ঘটনা ৷

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন ঢোকওয়া গ্রামের জ্যোতিষ ঠাকুর (50 বছর), যুক্তা দেবী (45 বছর), অমরদীপ (6 বছর), অখিলেশ (11 বছর) এবং মনীষা (11 বছর) ৷ আহতদের মধ্যে রয়েছেন রাজেশ মুনি, অভিনন্দন মুনি, শালু কুমার, পুনম দেবী, টুইঙ্কল কুমারী এবং নিক্কি দেবী ।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরই পুলিশকে খবর দেয় স্থানীয়রা ৷ আহতদের দ্রুত উদ্ধার করে ধামদহ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । তবে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক দেখে রেফার করা হয় । বর্তমানে আহতরা সবাই পূর্ণিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । চিকিৎসকরা জানিয়েছেন,পথ দুর্ঘটনায় জখম দু'জনের অবস্থা আশঙ্কাজনক । মৃতদের দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ ময়নাতদন্ত শেষে দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ পাশাপাশি ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details