পূর্ণিয়া(বিহার), 23 ডিসেম্বর: বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পিষে দিল 11 জন পথচারীকে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের । আহত হয়েছেন ছ'জন পথচারী । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে 10টা নাগাদ বিহারের পূর্ণিয়া জেলার ধামদহ থানার ঢাকওয়া গ্রামে । ঘাতক গাড়ি-সহ চালককে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোকওয়া গ্রামের পঞ্চায়েত ভবনের কাছে রাস্তার ধারে লোকেরা দাঁড়িয়ে ছিলেন ৷ তখন দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে 11 জন পথচারীকে পিষে দিয়ে বেরিয়ে যায় । ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন ছ'জন । স্থানীয় লোকজনের কথায়, চালক মদ্যপান করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন ৷ যার কারণে তাঁরা গাড়িটিকে থামানোর সাহস পাইনি । এর ফলে এই দুর্ঘটনা ৷