পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অসমে জাতীয় সড়কে অটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত 6 - ROAD ACCIDENT IN ASSAM - ROAD ACCIDENT IN ASSAM

Death Due to Road Accident in Assam: অসম থেকে ত্রিপুরাগামী 8 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ এর ফলে শিশু-সহ 6 জনের মৃত্যু হয়েছে ৷ জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোর ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Road Accident
প্রতীকী ছবি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 8:53 PM IST

করিমগঞ্জ (অসম), 23 জুলাই: জাতীয় সড়কে অটোর সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 6 জনের ৷ মৃতদের মধ্যে একজন শিশু বলেও জানা গিয়েছে ৷ মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে, অসমের করিমগঞ্জের নীলমবাজার এলাকার বেড়াজালোতে অসম-ত্রিপুরা সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, মঙ্গলবার দুপুর 12টা নাগাদ যাত্রীবাহী অটোর সঙ্গে একটি ছোট প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয় ৷ দুর্ঘটনার পরে অটোটি জাতীয় সড়ক থেকে খাদে পড়ে যায় ৷ ঘটনার সময় এক শিশু-সহ চারজন অটোয় ছিল ৷ তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান ৷

ঘটনায় আহতদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে হাসপাতালে গাড়িতে সওয়ার বাকি দু’জনের মৃত্যু হয় ৷ এই মুহূর্তে একজনের চিকিৎসা চলছে করিমগঞ্জ হাসপাতালে ৷ জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷

ঘটনায় মৃত 6 জনের পরিচয় জানা গিয়েছে ৷ মৃতেরা হলেন, গুলজার হোসেন (32), জাহিদা বেগম (26), সাজিদুল হোসেন (18 মাস), বেদানা বেগম (50), রুহুল আলম (30) এবং হাসনা বেগম (46) ৷ জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশার চালক ছিলেন মৃত রুহুল আলম ৷ এই ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা ৷ দীর্ঘক্ষণ জাতীয় সড়ক আটকে রেখে বিক্ষোভ দেখায় তারা ৷

পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই স্থানীয়রা তাঁদের ক্ষোভ উগড়ে দেন ৷ অভিযোগ পুলিশ ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ দেরিতে পৌঁছায় ৷ বিক্ষোভ ও অবরোধের জেরে ত্রিপুরা-অসম জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান করিমগঞ্জ জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস এবং জেলা কমিশনার মৃদুল কুমার যাদব ৷ তাঁরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে, অবরোধ ওঠে ৷

ABOUT THE AUTHOR

...view details