নয়াদিল্লি, 31 মার্চ:আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে একজোট হল 'ইন্ডিয়া' ৷ রবিবার সকালে রাজধানীর রামলীলা ময়দানে 'সেভ ডেমোক্রেসি' বা গণতন্ত্র বাঁচাও সমাবেশের ডাক দেওয়া হয়েছে ৷ সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে ইডি ৷ 1 এপ্রিল পর্যন্ত তিনি ইডি হেফাজতেই থাকবেন ৷ এই ঘটনাকে বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলেই সরব হয়েছে বিরোধী শিবির ৷ এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছে ইডি ৷
রামলীলা ময়দানে এই মহাসমাবেশে অংশ নিয়ে শনিবার রাতেই দিল্লি পৌঁছেছেন হেমন্ত সোরেনর স্ত্রী কল্পনা ৷ তিনি অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে কথা বলেছেন ৷ এই সমাবেশে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি অংশ নেবে বলে জানা গিয়েছে ৷ রবিবার সকাল রামলীলা ময়দান থেকে দিল্লির শিক্ষা মন্ত্রী অতিশি বলেন, "এখন সকাল 10টা ৷ ইতিমধ্যে বহু মানুষ রামলীলা ময়দানে জড়ো হয়েছে ৷ তারা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এসেছেন ৷ দিল্লিবাসী জানে, অরবিন্দ কেজরিওয়াল তাদের জীবনের ধরনটাই বদলে দিয়েছিলেন ৷ তিনি জেলে থাকলেও দিল্লির অবস্থা নিয়ে চিন্তায় রয়েছেন ৷ সেখান থেকেই বার্তা পাঠাচ্ছেন ৷"