নয়াদিল্লি, 27 মার্চ:হাসপাতাল থেকে ছাড়া পেলেন সদগুরু জাগ্গি বাসুদেব ৷ মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাঁকে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ ওই রক্তক্ষরণ প্রাণঘাতী হওয়ায় 17 মার্চ সদগুরুর মস্তিষ্কে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা ৷ ইশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, সফলভাবে অস্ত্রোপচার হওয়ার পর চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে ছিলেন সদগুরু ৷ তারপর বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷
সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে একত্রে একটি বিবৃতি জারি করেছে ইশা ফাউন্ডেশন ৷ তাতে জানানো হয়েছে, সদগুরুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ৷ চিকিৎসায় তাঁর শরীর যেভাবে সাড়া দিয়েছে, চিকিৎসকরা সন্তুষ্ট ৷ ওই বিবৃতিতে বলা হয়েছে, "অসুস্থ হলেও, সেই ধকল কাটিয়ে উঠেছেন সদগুরু ৷ তাঁর চেতনা, ভাবনা একই রয়েছে । জগতের ভালোর জন্য তাঁর প্রতিশ্রুতি, তাঁর তীক্ষ্ণ মনন এবং রসবোধ সবই অক্ষত ৷ সদগুরুর লক্ষ লক্ষ ভক্তের জন্য এটি খুবই ভালো খবর ।’’