নয়াদিল্লি, 1 জানুয়ারি: বিজেপির কাজকর্ম কি গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে ? এ বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের মত জানতে চেয়ে চিঠি লিখলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এভাবে আপ খবরের শিরোনামে আসার চেষ্টা করছে মাত্র ৷ বরং আরএসএস-এর থেকে সেবা কী করতে হয়, তা শিখুক আম আদমি পার্টি (আপ), পরামর্শ দিল বিজেপি ৷
দিল্লিতে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে আপ ও বিজেপির মধ্যে তরজা তুঙ্গে ৷ বিজেপির বিরুদ্ধে আপের অভিযোগ, তারা ভোট কিনতে টাকা বিলি করেছে ৷ এই অভিযোগ জানিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল আরএসএস প্রধান ভাগবতকে লেখেন, দেশের গণতন্ত্রে বিজেপির কাজকর্মের কী প্রভাব পড়ছে, তার ব্যাখ্যা প্রয়োজন ৷ আরএসএস কি বিজেপির এই কার্যকলাপকে সমর্থন করেন ?
কেজরিওয়াল লেখেন, "অতীতে বিজেপি যা যা ভুল করেছে সেগুলি কি আরএসএস সমর্থন করে ? বিজেপি নেতারা খোলাখুলি টাকা বিলি করছেন ৷ আরএএস কি এভাবে ভোট কেনার সঙ্গে সহমত পোষণ করে ? বিশাল সংখ্যক দলিত ও পূর্বাঞ্চলীদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে ৷ আরএসএস কি মনে করে, গণতন্ত্রের জন্য এটা ভালো ?"
কেজরিওয়ালের এই চিঠির জবাবে তাঁকে কড়া আক্রমণ করে বিজেপির জাতীয় মুখপাত্র শুধাংশু ত্রিবেদী বলেন, "সঙ্ঘকে চিঠি লিখবেন না ৷ তাদের থেকে শিখুন ৷" আরএসএস-এর শাখা সংগঠন 'সেবা ভারতী' দেশের সর্ববৃহৎ সংগঠন, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে ৷ তারা বস্তি এলাকায় থাকা দলিতদের জন্যও কাজ করে ৷ তাদের কাছ থেকে আপ-কে শেখার পরামর্শ দিয়েছেন গেরুয়া শিবিরের এই মুখপাত্র ৷ তিনি কেজরিওয়ালকে বলেন, "নিজেদের রাজনৈতিক চিন্তাভাবনাগুলিকে বাদ দিয়ে সেবা (আরএসএস ও তার শাখা সংগঠনের থেকে) করতে শিখুন ৷"
এর আগে সোমবার আপ মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কর বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, গেরুয়া শিবির দিল্লিতে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে ৷ বিশেষত শাদারা কেন্দ্রে ৷ তাঁর দাবি, সেখানে একটা বিশাল সংখ্যক ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা বিশাল ভরদ্বাজ ৷
কাক্কর বলেন, "বিজেপি দিল্লিতে বসবাসকারী বহু পূর্বাঞ্চলী ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে ৷ বিজেপির এক নেতা বিশাল ভরদ্বাজ শাদারা কেন্দ্রের বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন ৷ আমরা যখন এ নিয়ে প্রতিবাদ করি, তখন তিনি তা বন্ধ করেন ৷" আরেক বিজেপি নেতা পরবেশ শর্মা নিউ দিল্লি কেন্দ্রে বিধানসভা ভোট কেনার জন্য টাকা বিতরণ করেছেন ৷ পাশাপাশি তিনিও ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে ৷