নয়াদিল্লি, 20 মার্চ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর বুধবার ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে বার্তালাপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দু'দেশের সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে মোদি ফের একবার জানালেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ঘটনা সমস্ত কূটনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে ৷
বুধবার টেলিফোনিক বার্তায় রুশ প্রেসিডেন্ট পুতিনকে পঞ্চমবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য যেমন অভিনন্দন জানান ৷ তেমনই জেলেনস্কিকে অভয় দান করে মোদি জানান, চলতি সংঘাতে ভারত সবসময় ইউক্রেনের সমর্থনেই রয়েছে ৷
উভয় দেশের রাষ্ট্রপ্রধানই এদিন প্রধানমন্ত্রীকে আসন্ন লোকসভা নির্বাচনের পরবর্তী সময় তাঁদের দেশে যাওয়ার আমন্ত্রণ জানান ৷ সূত্রের খবর, পুতিন এবং জেলেনস্কি দু'জনেই মোদিকে এদিন 'শান্তির বার্তাবাহক' হিসেবে চিহ্নিত করেছেন ৷ প্রধানমন্ত্রী টুইটারে এদিন লেখেন, "প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হল, রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচনের জন্য তাঁকে অভিনন্দন জানালাম ৷ আগামিদিনে ভারত এবং রাশিয়ার মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিস্তৃত এবং সুদৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ করব ৷"