পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বারবার উপেক্ষা ইডির সমন, কেজরিকে এবার তলব দিল্লির আদালতের - অরবিন্দ কেজরিওয়াল

Rouse avenue court Summons Kejriwal: দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে সমন পাঠাল রাউজ অ্যাভিনিউ আদালত । ইডি-র নয়া আবেদনের ভিত্তিতে এই সমন পাঠানো হয়েছে ।

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 3:16 PM IST

নয়াদিল্লি, 7 মার্চ: আবগারি কেলেঙ্কারির মামলায় পরপর ইডি-র সমন উপেক্ষা করার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত ৷ ইডি নতুন করে অভিযোগ দায়ের করায় তার প্রেক্ষিতে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিব্যা মালহোত্রা কেজরিওয়ালকে 16 মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ।

আজ অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ইডির পক্ষে আদালতে হাজির হয়ে বলেন, অরবিন্দ কেজরিওয়ালকে বেআইনি অর্থপাচার আইনের 50 ধারার অধীনে ক্রমাগত সমন পাঠাচ্ছে ইডি ৷ তবে তিনি কিছুতেই হাজিরা দিচ্ছেন না । আম আদমি পার্টির নেতা তদন্তে সহযোগিতা করছেন না বলে দাবি করেন এসভি রাজু ৷ তিনি বলেন, ইডি অরবিন্দ কেজরিওয়ালকে আটবার সমন পাঠিয়েছে । রাউজ অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে এই নিয়ে দ্বিতীয় অভিযোগ দায়ের করেছে ইডি ।

এর আগে, 17 ফেব্রুয়ারি আদালত কেজরিওয়ালকে স্বস্তি দিয়ে 16 মার্চ তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল । 17 ফেব্রুয়ারির পরে ইডি তিনবার কেজরিওয়ালকে সমন জারি করেছে, কিন্তু তিনি ইডি-র সামনে হাজির হননি । 17 ফেব্রুয়ারি কেজরিওয়াল বাজেট অধিবেশন এবং দিল্লি বিধানসভার আস্থা প্রস্তাবে উদ্ধৃতি দিয়ে শারীরিকভাবে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দাবি করেছিলেন । মামলার পরবর্তী শুনানিতে আদালতে হাজির হওয়ার আশ্বাস দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ।

প্রসঙ্গত, গত 7 ফেব্রুয়ারি ইডি-র প্রথম অভিযোগটির ভিত্তিতে কেজরিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় রাউজ অ্যাভিনিউ আদালত । দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন । 4 অক্টোবর সঞ্জয় সিংকে তাঁর সরকারি বাসভবনে জিজ্ঞাসাবাদ করার পর ইডি গ্রেফতার করে ।

2023 সালের 9 মার্চ এই মামলায় জিজ্ঞাসাবাদের পর তিহাড় সংশোধনাগার থেকে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে ইডি । সিসোদিয়াকে এর আগে 2023 সালের 26 ফেব্রুয়ারি গ্রেফতার করে সিবিআই । রাউজ অ্যাভিনিউ আদালত সঞ্জয় সিংয়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে । সঞ্জয় সিং-এর জামিনের আবেদন হাইকোর্ট খারিজ করে দেওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন ৷ এ দিকে, মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট ।

আরও পড়ুন:

  1. 8 নম্বর তলব এড়িয়ে শর্তসাপেক্ষে ইডি'র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি কেজরি
  2. ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল
  3. 'বিজেপির কাছে আপ ভয়ের কারণ', বিধানসভার আস্থা ভোটে জিতেই হুঙ্কার কেজরির

ABOUT THE AUTHOR

...view details