পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভোটের আগে জঙ্গি হামলায় কাশ্মীরে নিহত বিজেপি নেতা, জখম পর্যটক দম্পতি - Terrorist Attack in Kashmir

Twin Terrorist Attack in Kashmir: নির্বাচনের আগে জোড়া জঙ্গি হামলা কাশ্মীরে ৷ সোপিয়ানে জঙ্গিদের গুলিতে নিহত এক স্থানীয় নেতা ৷ অন্যদিকে, ঘুরতে গিয়ে অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গুরুতর আহত রাজস্থানের এক দম্পতি ৷

Twin Terrorist Attacks
জোড়া জঙ্গি হামলা কাশ্মীরে (প্রতীকী চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 8:23 AM IST

Updated : May 19, 2024, 11:07 AM IST

শ্রীনগর, 19 মে: লোকসভা নির্বাচনের আবহে জোড়া জঙ্গি হামলায় উত্তপ্ত উপত্যকা ! নির্বাচনের পঞ্চম দফায় সোমবার বারামুলায় ভোট ৷ তার কয়েক ঘণ্টা আগে কাশ্মীরের দু'টি ভিন্ন এলাকায় জঙ্গি হামলা ৷ সোপিয়ানে জঙ্গিদের গুলিতে মৃত্যু এক বিজেপি নেতার ৷ অন্যদিকে, ঘুরতে গিয়ে অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গুরুতর আহত রাজস্থানের এক দম্পতি ৷ ঘটনাটি সম্পর্কে এক্স-এ পোস্ট করেছে কাশ্মীর জোন পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে প্রথমে পহেলগাঁওয়ে একটি পর্যটক ক্য়াম্প হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় গুরুতর আহত হন তাবরেজ এবং তাঁর স্ত্রী ফারহা ৷ জানা গিয়েছে, পর্যটক এই দম্পতি রাজস্থানের জয়পুরের বাসিন্দা ৷ এরপর রাত 10.30টা নাগাদ দ্বিতীয় হামলাটি হয় সোপিয়ানে প্রাক্তন সারপঞ্চের বাড়িতে ৷ জঙ্গিদের গুলিতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় আইজা সেখ নামে ওই বিজেপি নেতার ৷

এদিকে নির্বাচনী আবহে জোড়া জঙ্গি হামলায় এলাকায় নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে অনন্তনাগ এবং সোপিয়ানে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে নিরাপত্তারক্ষীরা ৷

আগামী 20 মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট হতে চলেছে বারামুলা লোকসভা আসনে ৷ পাশাপাশি, অনন্তনাগ-রাজৌরিও ভোটের আ ৷ উল্লেখ্য, গত 7 মে এই আসনে ভোট হওয়ার কথা ছিল ৷ কিন্তু আবহাওয়া পরিস্থিতি নিয়ে জম্মু ও কাশ্মীরের কয়েকটি রাজনৈতিক দল উদ্বেগ প্রকাশ করার পরে তা পিছিয়ে দেওয়া হয় । এই আবহে উপত্যকায় জোড়া জঙ্গি হামলায় চিন্তিত সকলে ৷ সোশাল মিডিয়ায় ঘটনার নিন্দা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভাপতি মেহেবুবা মুফতি ৷

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা এবং সহ-সভাপতি ওমার আবদুল্লা ৷ দলীয় নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব ৷ তাঁর পরিবারের পাশে থাকার কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে গেরুয়া শিবির ৷

আরও পড়ুন:

Last Updated : May 19, 2024, 11:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details