শ্রীনগর, 19 মে: লোকসভা নির্বাচনের আবহে জোড়া জঙ্গি হামলায় উত্তপ্ত উপত্যকা ! নির্বাচনের পঞ্চম দফায় সোমবার বারামুলায় ভোট ৷ তার কয়েক ঘণ্টা আগে কাশ্মীরের দু'টি ভিন্ন এলাকায় জঙ্গি হামলা ৷ সোপিয়ানে জঙ্গিদের গুলিতে মৃত্যু এক বিজেপি নেতার ৷ অন্যদিকে, ঘুরতে গিয়ে অনন্তনাগের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গুরুতর আহত রাজস্থানের এক দম্পতি ৷ ঘটনাটি সম্পর্কে এক্স-এ পোস্ট করেছে কাশ্মীর জোন পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে প্রথমে পহেলগাঁওয়ে একটি পর্যটক ক্য়াম্প হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় গুরুতর আহত হন তাবরেজ এবং তাঁর স্ত্রী ফারহা ৷ জানা গিয়েছে, পর্যটক এই দম্পতি রাজস্থানের জয়পুরের বাসিন্দা ৷ এরপর রাত 10.30টা নাগাদ দ্বিতীয় হামলাটি হয় সোপিয়ানে প্রাক্তন সারপঞ্চের বাড়িতে ৷ জঙ্গিদের গুলিতে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই মৃত্যু হয় আইজা সেখ নামে ওই বিজেপি নেতার ৷
এদিকে নির্বাচনী আবহে জোড়া জঙ্গি হামলায় এলাকায় নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ জঙ্গিদের খোঁজে ইতিমধ্যে অনন্তনাগ এবং সোপিয়ানে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে নিরাপত্তারক্ষীরা ৷