নয়াদিল্লি/মুম্বই, 19 মার্চ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মঙ্গলবার নয়াদিল্লিতে বৈঠক করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে ৷ রাজের দলের এনডিএ-তে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক মহলে ।
অমিত শাহের সঙ্গে দেখা করার সময় রাজের সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ৷ জানা গিয়েছে, রাজ ঠাকরে ও অমিত শাহের মধ্যে আধঘণ্টা ধরে বৈঠক হয় । রুদ্ধদ্বার বৈঠকে রাজের ছেলে অমিত ঠাকরেও উপস্থিত ছিলেন । জোট হলে এমএনএস-কে মহারাষ্ট্রের রাজধানী মুম্বই থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি আসন দেওয়া হতে পারে, যেখানে রাজের খুড়তুতো ভাই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর কিছুটা প্রভাব রয়েছে ।
শিবসেনা উদ্ধব ঠাকরের নেতৃত্বে অবিভক্ত থাকাকালীনই দল থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন রাজ ঠাকরে ৷ তাঁর দল এমএনএস মহারাষ্ট্রের রাজনীতিতে খুব বেশি প্রভাব ফেলতে পারেনি ৷ যদিও তাঁকে একজন শক্তিশালী বক্তা হিসাবে দেখা হয় ৷ অতীতে উত্তর ভারতীয়দের বিরুদ্ধে তাঁর বিতর্কিত মন্তব্য বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে সমালোচিত হয়েছে । অমিত শাহের সঙ্গে বৈঠকের আগে নয়াদিল্লির একটি বেসরকারি হোটেলে বিনোদ তাওড়ের সঙ্গে প্রথমে দেখা করেন রাজ ঠাকরে ।
এমএনএস যদি বিজেপির নেতৃত্বে এনডিএ-তে যোগ দেয়, তাহলে শীর্ষ নেতা বালা নন্দগাঁওকর বা রাজ ঠাকরের ছেলে অমিত ঠাকরে মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন । অমিত ঠাকরে যদি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তিনি হবেন ঠাকরে পরিবারের দ্বিতীয় সদস্য যিনি নির্বাচনে লড়বেন ৷ উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য মুম্বইয়ের ওরলি আসনের বিধায়ক ।