নয়াদিল্লি, 11 ডিসেম্বর: বিরোধীরা চায় সুষ্ঠুভাবে সংসদের অধিবেশন চলুক ৷ পাশাপাশি, আগামী 13 ডিসেম্বর সংবিধান নিয়েও আলোচনা হোক ৷ বুধবার এমনই জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ অন্যদিকে, একই কথা বললেন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তবে কংগ্রেসের খানিক সমালোচনাও করতে শোনা গেল তাঁকে ৷ উল্লেখ্য, বুধবারও আদানি-সহ নানা কারণে একাধিকবার থমকে যায় লোকসভার অধিবেশন ৷
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, "স্পিকারের সঙ্গে আমার বৈঠক হয়েছে ৷ আমার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যগুলি বন্ধ করা হোক ৷ বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার ৷ আমরা চাই, অধিবেশনে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করা হোক ৷ আমার বিষয়ে যে যাই বলুক না কেন, আমি চাই আগামী 13 ডিসেম্বর সংবিধান নিয়ে আলোচনা হোক ৷"
এদিন বেলা 11টায় লোকসভার অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আদানি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা ৷ সংসদ চত্বরে মোদি-আদানি মুখোশ আঁকা ব্যাগ, পোস্টার নিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা ৷ এরপর দুপুর 2টো পর্যন্ত অধিবেশন মুলতুবির ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা ৷ সেই নিয়ে কংগ্রেসের সাংসদ বলেন, "বিজেপি আদানি প্রসঙ্গে কোনও আলোচনা করতে রাজি নয় ৷ তবে আমরাও এর শেষ দেখে ছাড়ব ৷ শেষ পর্যন্ত আমাদের দাবিগুলি নিয়ে সংসদে আলোচনা করতেই হবে ৷"