হায়দরাবাদ: ডিজিটাল লেনদেনের প্রবণতা বেড়েছে ৷ কখনও কখনও অজান্তেই ডিজিটাল লেনদেনের জন্য গুগল পে-তে থাকা 'অটো পে' অপশন অ্যাক্টিভ হয়ে যায় ৷ মাসের শেষে ইলেকট্রিক বিল দেওয়া থেকে শুরু করে ওটিটি-র সদস্য রিনিউ-এর ক্ষেত্রে অটোপে অ্য়াক্টিভ করা থাকে ৷ মাসের শেষে ইলেকট্রিক বিল পেমেন্ট থেকে শুরু করে ওটিটি-র সদস্য রিনিউ-এর ক্ষেত্রে অটোপে অ্য়াক্টিভ করা থাকে ৷
কখনও কখনও ভুল করেও অটো পে অপশন অ্যাক্টিভ হয়ে যায় ৷ সেক্ষেত্রে এই অপশন ডিঅ্যাক্টিভ করতে গেলে সমস্য়ায় পড়তে হয় ৷ খুব সহজেই GooglePay-তে থাকা অটো ডেবিট অপশন বন্ধ করা যায় ৷ প্রয়োজনে সেটি আবার অ্যাক্টিভ করা যায় ৷ এবার জেনে নেওয়া যাক কীভাবে বন্ধ করা যাবে অটো ডেবিট অপশন ৷
গুগল পে-তে ক্রেডিট ও ডেবিট কার্ড যুক্ত করা যায় খুব সহজে, রইল সেই উপায় - Google Pay
কীভাবে বন্ধ হবে GooglePay অটো ডেবিট অপশন
- প্রথমে স্মার্টফোনে GooglePay অ্যাপ ডাউনলোড করতে হবে
- এবার সেটি ওপেন করতে হবে
- অ্যাপে যেখানে প্রোফাইল পিকচার আছে (উপরের ডান দিকে) সেই অংশে ক্লিক করতে হবে
- এরপর 'অটো পে' অপশন সিলেক্ট করতে হবে
- সেখানে দেখা যাবে কোন কোন খাতে অটোপে অপশন অ্যাক্টিভ আছে
- এবার যে যে সাবস্ক্রিকশন ক্যানসেল করতে চান সেগুলি সিলেক্ট করতে হবে
- এরপর ক্যানসেল করতে চান কি না সেটি আরও একবার নিশ্চিত করতে হবে
- তারপর ইউপিআই পিন নম্বর দিতে ডিঅ্যাক্টিভ করার জন্য
- এরপর নির্বাচিত সাবসস্ক্রিকশন গুলির ক্ষেত্রে অটো পে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
- অটো পে ডিঅ্যাক্টিভ হওয়ার পর একটি মেসেজ আসবে রেজিস্ট্রার নম্বরে একটি মেজেস আসবে, সমস্ত প্রক্রিয়া সফল হয়েছে এই মর্মে
একবার ডিঅ্যাক্টিভ হওয়ার পরে সেগুলি আবার অ্যাক্টিভ করা যাবে ৷ প্রয়োজনে সাময়িকভাবে বা কিছু দিনের জন্য ডিঅ্যক্টিভ করতে পারেন অটো পে অপশন ৷ নির্দিষ্ট তারিখ দিয়ে ডি অ্যাক্টিভ করলে তবে, সেই সংশ্লিষ্ট সময়ের পর আবার অ্যাক্টিভ হয়ে যাবে ৷