ETV Bharat / state

বাজেট অধিবেশনের মাঝেই 'ছিঃ ছিঃ ছিঃ' ব্যানার হাতে অবস্থানে পুর ইঞ্জিনিয়াররা - KMC ENGINEERS PROTEST

কলকাতা পুরনিগমের সিংহ দুয়ারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠনের সদস্যরা ৷ পদোন্নতি থেকে স্বাস্থ্যবিমা প্রকল্প চালুর দাবি তুলেছেন তাঁরা ৷

KMC engineers protest
কলকাতা পুরনিগমের সামনে অবস্থানে ইঞ্জিনিয়াররা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 5:42 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: ভিতরে চলছে বাজেট অধিবেশন । আর ধর্মতলায় কলকাতা পুরনিগমের বাইরে সিংহ দুয়ারের সামনেই বিক্ষোভে সামিল হয়েছে বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠন ৷ পদোন্নতির দাবিতে সোমবার বিক্ষোভ দেখাচ্ছেন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

ইঞ্জিনিয়ারদের দাবি, সাড়ে তিন বছর ধরে তাঁদের পদোন্নতি আটকে রেখেছে পুরনিগম কর্তৃপক্ষ । পঞ্চায়েত দফতর রাজ্য স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করেছে ৷ তবে বছরের পর বছর পার হলেও পুর ও নগরোন্নয়ন দফতর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কেন চালু করছে না ৷ অবিলম্বে সেই প্রকল্প চালু ও পদোন্নতির মতো একাধিক দাবি নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন ইঞ্জিনিয়াররা ।

কর্পোরেশনের সামনে অবস্থানে সামিল পুর ইঞ্জিনিয়াররা (ইটিভি ভারত)

বিক্ষোভ স্থানে তাঁরা ব্যানারে বড় অক্ষরে ছিঃ ছিঃ ছিঃ লিখেছেন ৷ পাশাপাশি পুর কর্তৃপক্ষ প্রতারণা করছে বলেও অভিযোগ তাঁদের । অবিলম্বে শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা নিশ্চিত করার দাবি করছেন পুর ইঞ্জিনিয়াররা । এছাড়াও পরিবর্তিত রিক্রুটমেন্ট রুলস বাতিল করার দাবি তুলছেন তাঁরা ।

কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, "ঠান্ডা ঘরে বসে বাজেটের মাধ্যমে কলকাতার মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন মেয়র । সেটা যাঁরা কার্যকর করে বাস্তবে সেই আমাদেরই একরাশ হতাশায় দাঁড়িয়ে আজ বিক্ষোভ সামিল হতে হয়েছে । সাড়ে তিন বছর ধরে ইঞ্জিনিয়ারদের পদোন্নতি বন্ধ করে রেখেছে । বহু ইঞ্জিনিয়ার কর্মজীবনে ন্যূনতম একটাও পদোন্নতি না পেয়ে অবসর নিচ্ছেন । অবসরকালীন যে ভাতা সেটাও তাঁরা পাচ্ছেন না ।"

KMC engineers protest
ব্যানারে কর্তৃপক্ষকে কটাক্ষ বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠনের (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পঞ্চায়েত দফতর লাগু করতে পারলেও পুর ও নগরোন্নয়ন দফতর লাগু করতে ব্যর্থ । 100 দিনের কর্মীদের ন্যূনতম মজুরি বাড়েনি । কর্মীদের কোনও ভাতা নেই । ইএসআইয়ের টাকা লুট হচ্ছে । আমরা সমস্ত ধরনের শ্রমিক কর্মচারীদের পাশে আছি । লড়াইয়ে রাস্তায় আছি ।"

KMC engineers protest
ব্যানার হাতে পুর বাজেট অধিবেশনের মাঝেই বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের (নিজস্ব ছবি)

মানস সিনহার কথায়, "পুরনিগম আমাদের সঙ্গে প্রতারণা করছে ৷ কারণ 15 জন আধিকারিককে আমাদের কথা শুনতে দায়িত্ব দিয়েছিলেন মেয়র । তার কোন রিপোর্ট প্রকাশ করছেন না । আমাদের কথা শুনে আমাদের সুযোগ সুবিধা, অভাব অভিযোগ, কী সমস্যা সমাধান করতে পারছে, সে সম্পর্কে সবটাই অন্ধকারে রেখেছে । এই পুর কর্তৃপক্ষ যেমন ইঞ্জিনিয়ারদের বিশ্বাস করছে না, তেমন নিজেদের আধিকারিকদেরও বিশ্বাস করছে না ।"

KMC engineers protest
পদোন্নতির দাবিতে বিক্ষোভ পুর ইঞ্জিনিয়ারদের (নিজস্ব ছবি)

কলকাতা, 24 ফেব্রুয়ারি: ভিতরে চলছে বাজেট অধিবেশন । আর ধর্মতলায় কলকাতা পুরনিগমের বাইরে সিংহ দুয়ারের সামনেই বিক্ষোভে সামিল হয়েছে বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠন ৷ পদোন্নতির দাবিতে সোমবার বিক্ষোভ দেখাচ্ছেন কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সদস্যরা ।

ইঞ্জিনিয়ারদের দাবি, সাড়ে তিন বছর ধরে তাঁদের পদোন্নতি আটকে রেখেছে পুরনিগম কর্তৃপক্ষ । পঞ্চায়েত দফতর রাজ্য স্বাস্থ্যবিমা প্রকল্প চালু করেছে ৷ তবে বছরের পর বছর পার হলেও পুর ও নগরোন্নয়ন দফতর ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কেন চালু করছে না ৷ অবিলম্বে সেই প্রকল্প চালু ও পদোন্নতির মতো একাধিক দাবি নিয়ে এদিন বিক্ষোভে সামিল হন ইঞ্জিনিয়াররা ।

কর্পোরেশনের সামনে অবস্থানে সামিল পুর ইঞ্জিনিয়াররা (ইটিভি ভারত)

বিক্ষোভ স্থানে তাঁরা ব্যানারে বড় অক্ষরে ছিঃ ছিঃ ছিঃ লিখেছেন ৷ পাশাপাশি পুর কর্তৃপক্ষ প্রতারণা করছে বলেও অভিযোগ তাঁদের । অবিলম্বে শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা নিশ্চিত করার দাবি করছেন পুর ইঞ্জিনিয়াররা । এছাড়াও পরিবর্তিত রিক্রুটমেন্ট রুলস বাতিল করার দাবি তুলছেন তাঁরা ।

কেএমসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মানস সিনহা বলেন, "ঠান্ডা ঘরে বসে বাজেটের মাধ্যমে কলকাতার মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন মেয়র । সেটা যাঁরা কার্যকর করে বাস্তবে সেই আমাদেরই একরাশ হতাশায় দাঁড়িয়ে আজ বিক্ষোভ সামিল হতে হয়েছে । সাড়ে তিন বছর ধরে ইঞ্জিনিয়ারদের পদোন্নতি বন্ধ করে রেখেছে । বহু ইঞ্জিনিয়ার কর্মজীবনে ন্যূনতম একটাও পদোন্নতি না পেয়ে অবসর নিচ্ছেন । অবসরকালীন যে ভাতা সেটাও তাঁরা পাচ্ছেন না ।"

KMC engineers protest
ব্যানারে কর্তৃপক্ষকে কটাক্ষ বামপন্থী ইঞ্জিনিয়ার সংগঠনের (নিজস্ব ছবি)

তিনি আরও বলেন, "ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পঞ্চায়েত দফতর লাগু করতে পারলেও পুর ও নগরোন্নয়ন দফতর লাগু করতে ব্যর্থ । 100 দিনের কর্মীদের ন্যূনতম মজুরি বাড়েনি । কর্মীদের কোনও ভাতা নেই । ইএসআইয়ের টাকা লুট হচ্ছে । আমরা সমস্ত ধরনের শ্রমিক কর্মচারীদের পাশে আছি । লড়াইয়ে রাস্তায় আছি ।"

KMC engineers protest
ব্যানার হাতে পুর বাজেট অধিবেশনের মাঝেই বিক্ষোভ ইঞ্জিনিয়ারদের (নিজস্ব ছবি)

মানস সিনহার কথায়, "পুরনিগম আমাদের সঙ্গে প্রতারণা করছে ৷ কারণ 15 জন আধিকারিককে আমাদের কথা শুনতে দায়িত্ব দিয়েছিলেন মেয়র । তার কোন রিপোর্ট প্রকাশ করছেন না । আমাদের কথা শুনে আমাদের সুযোগ সুবিধা, অভাব অভিযোগ, কী সমস্যা সমাধান করতে পারছে, সে সম্পর্কে সবটাই অন্ধকারে রেখেছে । এই পুর কর্তৃপক্ষ যেমন ইঞ্জিনিয়ারদের বিশ্বাস করছে না, তেমন নিজেদের আধিকারিকদেরও বিশ্বাস করছে না ।"

KMC engineers protest
পদোন্নতির দাবিতে বিক্ষোভ পুর ইঞ্জিনিয়ারদের (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.