ওয়েনাড়(কেরল), 4 এপ্রিল: জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত কেরলের ওয়েনাড় লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধি ৷ 2019 সালেও এই কেন্দ্র থেকেই ভোটের লড়াইয়ে নেমেছিলেন তিনি ৷ সাংসদ হিসাবে নির্বাচিতও হয়েছিলেন এই প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ ওই কেন্দ্র থেকে এ বছরও দল ভরসা রেখছে তাঁর উপর ৷ বুধবার লোকসভা নির্বাচনের জন্য ওয়েনাড় কেন্দ্র থেকে মনোনয়নপত্রও জমা দিয়েছেন কংগ্রেস সেনাপতি । ভোটের আগে হলফনামা দিয়ে নিজের আয়ের উৎস দেখিয়েছেন তিনি ৷
হলফনামা অনুসারে, ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থীর 2022-23 আর্থিক বছরে মোট আয় দাঁড়িয়েছে 1 কোটি 2 লক্ষ 78 হাজার 680 টাকা । 2021-22 আর্থিক বছরে রাহুল গান্ধির মোট আয় ছিল 1 কোটি 31 লক্ষ 4 হাজার 970 টাকা ।
- কংগ্রেস প্রার্থীর নামে মামলা
হলফনামা অনুসারে, রাহুল গান্ধিকে আইপিসির 499 এবং 500 ধারার অধীনে সুরাত সিজেএম আদালত দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁকে 2 বছরের সাজা দেওয়া হয়েছিল । তিনি এর বিরুদ্ধে প্রিন্সিপাল জেলা ও দায়রা জজ সুরাতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছিলেন তিনি ৷ এখন আদালতে মামলাটি বিচারাধীন । সুপ্রিম কোর্ট এসএলপিতে রাহুল গান্ধির শাস্তির উপর স্থগিতাদেশ দিয়েছে ।
- 2024 সাল পর্যন্ত কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধির সম্পত্তি
রাহুল গান্ধির কাছে 55 হাজার টাকা নগদ রয়েছে ৷ ব্যাংক অ্যাকাউন্টে জমা এবং অন্যান্য টাকার পরিমাণ 26 লক্ষ 25 হাজার 157 টাকা ।
রাহুলের 1 লক্ষ 90 হাজার টাকা মূল্যের 1900টি ইক্যুইটি শেয়ার রয়েছে ৷ যার প্রতিটির দাম 100 টাকা করে । কংগ্রেস নেতার 25টি কোম্পানিতে শেয়ার রয়েছে, যার বাজার মূল্য 4 কোটি 33 লক্ষ 60 হাজার 519 টাকা। তাঁর 3 কোটি 81 লক্ষ 33 হাজার 572 টাকা মূল্যের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ এবং 15 লক্ষ 21 হাজার 740 টাকা মূল্যের সোনার বন্ড রয়েছে ৷ এছাড়াও তাঁর পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে 61 লক্ষ 52 হাজার 426 টাকা রয়েছে ৷ তাঁর কাছে 4 লক্ষ 20 হাজার 850 টাকার সোনা রয়েছে ৷ এই সব মিলিয়ে তাঁর মোট টাকার পরিমাণ 9 কোটি 24 লক্ষ 59 হাজার 264 টাকা ।
রাহুল গান্ধির তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি ভাদরার সঙ্গে যৌথ মালিকানাধীন সুলতানপুরে সম্পত্তি (কৃষি জমি) রয়েছে । এর আনুমানিক বাজার মূল্য 2 কোটি 10 লক্ষ 13 হাজার 598 টাকা । হরিয়ানার গুরুগ্রামে তাঁর 5 হাজার 838 বর্গফুট বাণিজ্যিক ভবন (অফিস স্পেস) রয়েছে । এর বর্তমান বাজার মূল্য 9 কোটি 4 লক্ষ 89 হাজার টাকা । সম্পত্তির মোট মূল্য 11 কোটি 15 লক্ষ 2 হাজার 598 টাকা ৷ তাঁর মোট ঋণের পরিমাণ 49 লক্ষ 79 হাজার 184 টাকা ।
আরও পড়ুন:
- জলপাইগুড়িতে দুই ফুলকে টেক্কা দিল বামপ্রার্থীর সম্পত্তি!
- নগদ কমলেও সম্পত্তিতে কিঞ্চিৎ স্ফীত হয়েছেন বিজেপির জয়ন্ত রায়, রইল হলফনামা
- ওয়েনাড়ে মুখোমুখি দুই 'ইন্ডিয়া', মনোনয়ন জমা অ্যানি রাজা-রাহুলের