পুনে, 5 অক্টোবর: মানহানির ফৌজদারি মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তলব করল পুনের একটি বিশেষ আদালত ৷ সাভারকর, হিন্দুত্বের আদর্শ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতার বিরুদ্ধে ৷ এই অভিযোগে গত বছরের এপ্রিল মাসে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বিনায়ক দামোদর সাভারকরের এক ভাইয়ের নাতি সাত্যকি সাভারকর ৷ গত মাসে মামলাটি পুনের একটি আদালতে স্থানান্তরিত হয় ৷
শুক্রবার এই মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে সমন পাঠিয়েছে পুনের একটি বিশেষ আদালত ৷ তাঁকে 23 অক্টোবর আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷ গত মাসে এই মামলাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট থেকে এমপি ও এমএলএ বিশেষ কোর্টে স্থানান্তরিত করা হয় ৷
সাত্যকি সাভারকরের আইনজীবী সংগ্রাম কোলহাতকর জানান, এই সমন জারি করেছেন এমপি ও এমএলএ বিশেষ আদালতের বিচারক অমল শিন্ডে ৷ বিচারকের নির্দেশ, রাহুল গান্ধিকে সশরীরে আদালতে হাজিরা দিয়ে জবাব দিতে হবে ৷ তাঁর বিরুদ্ধে শাস্তিযোগ্য ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে ৷