পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিক্ষা ব্যবস্থাকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছে মোদির সরকার: প্রিয়াঙ্কা - Priyanka on Education system - PRIYANKA ON EDUCATION SYSTEM

Priyanka on Education system: শিক্ষা ব্যবস্থাকে মাফিয়া ও দুর্নীতিবাজদের হাতে তুলে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার ৷ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের প্রসঙ্গ তুলে এভাবেই কেন্দ্রকে একহাত নিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

ETV BHARAT
মোদি সরকারকে তোপ প্রিয়াঙ্কার (ফাইল ছবি)

By PTI

Published : Jun 23, 2024, 1:21 PM IST

নয়াদিল্লি, 23 জুন: নিট-ইউজি-সহ জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷ তাঁর অভিযোগ, পুরো শিক্ষা ব্যবস্থাকে 'মাফিয়া' ও 'দুর্নীতিবাজ'দের হাতে তুলে দিয়েছে কেন্দ্র ।

শনিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক পরীক্ষা পরিচালক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর কার্যকারিতা পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করেছে এবং পরীক্ষা সংস্কারের সুপারিশ করেছে । কেন্দ্র শনিবার এজেন্সির অধিকর্তা সুবোধ সিংকেও সরিয়ে দিয়েছে এবং মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি-তে অনিয়মের তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করেছে । এর ঠিক পরদিনই এই নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন প্রিয়াঙ্কা ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, যখন নিট-পিজি, ইউজিসি-নেট এবং সিএসআইআর-নেট পরীক্ষাগুলি 'বাতিল' হয়, তখনই নিট-ইউজি প্রশ্নপত্র 'ফাঁস' হল ।

তিনি হিন্দিতে লিখেছেন, "আজ দেশের সবচেয়ে বড় কিছু পরীক্ষার এই অবস্থা । বিজেপির শাসনে, পুরো শিক্ষা ব্যবস্থাকে মাফিয়া এবং দুর্নীতিবাজদের হাতে তুলে দেওয়া হয়েছে ।"

তিনি আরও বলেন, "দেশের শিক্ষা ও ভবিষ্যৎ লোভী অযোগ্যদের হাতে তুলে দেওয়ার রাজনৈতিক হঠকারিতা, পরীক্ষা বাতিল, ক্যাম্পাস থেকে শিক্ষা বিলুপ্ত এবং রাজনৈতিক গুন্ডামি আমাদের শিক্ষাব্যবস্থার বৈশিষ্ট্য । পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে বিজেপি সরকার স্বচ্ছভাবে পরীক্ষাও নিতে পারছে না ।"

এ প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে প্রিয়াঙ্কা বলেন, "আজ বিজেপি সরকার যুব সমাজের ভবিষ্যতের জন্য একক সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে । দেশের দক্ষ যুবকরা বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তাদের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করছে এবং অসহায় মোদিজি শুধুই দর্শক হয়ে আছেন ৷"

স্নাতকোত্তর মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স(এনইইটি)-পিজি 23 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ তবে নিট-আন্ডারগ্র্যাজুয়েট (ইউজি)-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে কিছু লোকের সততা নিয়ে সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে 'সতর্কতামূলক ব্যবস্থা' হিসাবে নিট-পিজি স্থগিত করা হয়েছে । এনটিএ শুক্রবার অনিবার্য পরিস্থিতি এবং লজিস্টিক সমস্যার কথা বলে জয়েন্ট কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চ অ্যান্ড ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের জুন সংস্করণও স্থগিত হিসেবে ঘোষণা করেছে ৷ (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details