ETV Bharat / bharat

বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পর হাসপাতালে ভর্তি 150 জন - FOOD POISONING

খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ ৷ বিয়েবাড়িতে ভূরিভোজের পরই অসুস্থ আমন্ত্রিত প্রায় 150 জন ৷ কী এমন খেয়েছিলেন তাঁরা ?

UP NEWS
খাবারে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি 150 জন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2025, 7:17 PM IST

মোরাদাবাদ, 11 ফেব্রুয়ারি: বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পরই শুরু বিপত্তি ৷ অসুস্থ হয়ে পড়লেন প্রায় 150 জন ৷ বিয়েবাড়িতে গাজরের হালুয়া খাওয়ার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে বলে জানান আক্রান্তরা ৷ বমির পাশাপাশি শুরু হয় পেটে ব্যথা ।

সময় বাড়তেই ধীরে ধীরে প্রায় 150 জন খাদ্যে বিষক্রিয়ার শিকার হন এবং তাঁদের অবস্থার অবনতি হতে থাকে । সকলকে তাৎক্ষণিকভাবে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর সকলেই বিপন্মুক্ত রয়েছেন বলে খবর ৷

মোরাদাবাদের ঠাকুরদ্বারা থানা এলাকার ফরিদনগর গ্রামের বাসিন্দা শিক্ষক রাজপালের ছেলের বাগদান অনুষ্ঠান ছিল সোমবার । সেখানে প্রায় 400 জন অতিথি উপস্থিত ছিলেন । দুপুর 3টের দিকে সকলে নাস্তা সারার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয় । তারপর অতিথিরা রাতের খাবার খান । সেই খাওয়ার পর থেকেই কিছু লোক বমি, পেট ব্যথা এবং মাথা ঘোরার অভিযোগ করতে শুরু করেন ।

কিছুক্ষণের মধ্যেই, প্রায় 150 জন খাদ্যে বিষক্রিয়ার শিকার হন । সকলকে ঠাকুরদ্বারার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । কয়েকজনকে তাদের বড় হাসপাতালে রেফার করা হয় । ধারণা করা হয় যে, গাজরের হালুয়ায় যে মাওয়া মেশানো হয়েছিল তাতে ভেজাল ছিল ৷ যার কারণে অতিথিদের খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ।

বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া গব্বর বলেন, "ভোজে নিরামিষ এবং আমিষ উভয় ধরণের খাবারই ছিল। খাবার খাওয়ার পর, লোকেরা বমি এবং পেট ব্যথার অভিযোগ করতে শুরু করে । আমি জানি না রাঁধুনি খাবারে এমন কী মিশিয়েছিল যে সবার অবস্থা আরও খারাপ হয়ে গেল।"

সাগরের কথায়, "পার্টিতে উপস্থিত প্রায় 85 শতাংশ মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন । খাবার খাওয়ার পরই সমস্যা শুরু হয় ৷" ঠাকুরদ্বারার প্রাক্তন ব্লক প্রধান জানান, বিয়ের ভোজে উপস্থিত অনেকেই একইসঙ্গে বমি এবং পেট ব্যথার অভিযোগ করতে শুরু করেছিলেন । সকল রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । কিছু হাসপাতালে 10 জন রোগী আবার কিছু হাসপাতালে 5 জন, এভাবেই সব রোগী ভর্তি করা হয় । তবে বর্তমানে সকলের অবস্থা স্বাভাবিক ।

মোরাদাবাদ, 11 ফেব্রুয়ারি: বিয়ের অনুষ্ঠানে খাওয়ার পরই শুরু বিপত্তি ৷ অসুস্থ হয়ে পড়লেন প্রায় 150 জন ৷ বিয়েবাড়িতে গাজরের হালুয়া খাওয়ার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে বলে জানান আক্রান্তরা ৷ বমির পাশাপাশি শুরু হয় পেটে ব্যথা ।

সময় বাড়তেই ধীরে ধীরে প্রায় 150 জন খাদ্যে বিষক্রিয়ার শিকার হন এবং তাঁদের অবস্থার অবনতি হতে থাকে । সকলকে তাৎক্ষণিকভাবে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় । প্রাথমিক চিকিৎসার পর সকলেই বিপন্মুক্ত রয়েছেন বলে খবর ৷

মোরাদাবাদের ঠাকুরদ্বারা থানা এলাকার ফরিদনগর গ্রামের বাসিন্দা শিক্ষক রাজপালের ছেলের বাগদান অনুষ্ঠান ছিল সোমবার । সেখানে প্রায় 400 জন অতিথি উপস্থিত ছিলেন । দুপুর 3টের দিকে সকলে নাস্তা সারার পর বিয়ের অনুষ্ঠান শুরু হয় । তারপর অতিথিরা রাতের খাবার খান । সেই খাওয়ার পর থেকেই কিছু লোক বমি, পেট ব্যথা এবং মাথা ঘোরার অভিযোগ করতে শুরু করেন ।

কিছুক্ষণের মধ্যেই, প্রায় 150 জন খাদ্যে বিষক্রিয়ার শিকার হন । সকলকে ঠাকুরদ্বারার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । কয়েকজনকে তাদের বড় হাসপাতালে রেফার করা হয় । ধারণা করা হয় যে, গাজরের হালুয়ায় যে মাওয়া মেশানো হয়েছিল তাতে ভেজাল ছিল ৷ যার কারণে অতিথিদের খাদ্যে বিষক্রিয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ।

বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া গব্বর বলেন, "ভোজে নিরামিষ এবং আমিষ উভয় ধরণের খাবারই ছিল। খাবার খাওয়ার পর, লোকেরা বমি এবং পেট ব্যথার অভিযোগ করতে শুরু করে । আমি জানি না রাঁধুনি খাবারে এমন কী মিশিয়েছিল যে সবার অবস্থা আরও খারাপ হয়ে গেল।"

সাগরের কথায়, "পার্টিতে উপস্থিত প্রায় 85 শতাংশ মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন । খাবার খাওয়ার পরই সমস্যা শুরু হয় ৷" ঠাকুরদ্বারার প্রাক্তন ব্লক প্রধান জানান, বিয়ের ভোজে উপস্থিত অনেকেই একইসঙ্গে বমি এবং পেট ব্যথার অভিযোগ করতে শুরু করেছিলেন । সকল রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে । কিছু হাসপাতালে 10 জন রোগী আবার কিছু হাসপাতালে 5 জন, এভাবেই সব রোগী ভর্তি করা হয় । তবে বর্তমানে সকলের অবস্থা স্বাভাবিক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.