ETV Bharat / bharat

‘সুপ্রিম সুরক্ষা’ চেয়ে আদালতে রণবীর ইলাহাবাদিয়া ! দিনকয়েকের মধ্যেই শুনানি - ROW OVER YOUTUBE SHOW

‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ পডকাস্টার এলাহাবাদিয়ার মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে ৷ একাধিক মামলা দায়ের হয়েছে তাঁর নামে ৷ এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ইউটিউব তারকা ৷

Supreme Court to hear plea of Ranveer Allahbadia
‘সুপ্রিম সুরক্ষা’ চেয়ে আদালতে এলাহাবাদিয়া (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Feb 14, 2025, 4:02 PM IST

Updated : Feb 14, 2025, 10:05 PM IST

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: ইউটিউবে জনপ্রিয় অনুষ্ঠান চলাকালীন কুরুচিকর মন্তব্য ৷ অভিযোগ দায়ের জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে ৷ এফআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রণবীর ৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, রণবীরের করা আবেদনের ভিত্তিতে দু-তিনদিনের মধ্যে শুনানি হবে ।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে জানিয়েছে, জরুরি তালিকাভুক্তির জন্য মামলার মৌখিক উল্লেখ অনুমোদিত নয়। প্রধান বিচারপতি বলেন, ‘‘আমি বেঞ্চকে দায়িত্ব দিয়েছি ৷ আবেদনটি দু-তিন দিনের মধ্যে (বেঞ্চের সামনে) শোনা হবে ৷’’ চন্দ্রচূড় জানান, অসম পুলিশ এদিন রণবীরকে তলব করেছে ৷

কৌতুকাভিনেতা ও ইউটিউবার সময় রায়নার ইউটিউব শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ বাবা-মা এবং যৌনতা সম্পর্কে জনপ্রিয় ইউটিউবার ও পডকাস্টার ইলাহাবাদিয়ার মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে ৷ দেশের বিভিন্ন জায়গায় তাঁর এবং ওই শোয়ের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। রায়নার বিরুদ্ধে দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে অসম পুলিশের একটি দল পুনেতে গিয়েছে। সময় রায়নার বাড়ি পুনের বালেওয়াড়িতে ।

সোমবার গুয়াহাটির এক বাসিন্দা একটি এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, এমন একটি শো’তে অশ্লীলতা প্রচার করা হচ্ছে যেটি আট থেকে আশি- যে কেউ চাইলেই দেখতে পারে ৷ ইলাহাবাদিয়া এবং রায়না ছাড়াও, ওই মামলায় নাম রয়েছে জনপ্রিয় ইউটিউবার আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্ব মাখিজারও।

আরেকটি পৃথক মামলায় ইলাহাবাদিয়াকে মুম্বইয়ের খার থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে । মধ্যপ্রদেশের ইন্দোরেও একটি পুলিশি অভিযোগ দায়ের হয়েছে । এর পাশাপাশি মহারাষ্ট্রের সাইবার বিভাগ তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা নথিভুক্ত করেছে ৷ কমেডি শো’টির সমস্ত পর্ব (মোট 18টি) অপসারণের দাবি জানানো হয়েছে বিভিন্ন জায়গায় দায়ের হওয়া কয়েকটি এফআইআরে।

আরও পড়ুন

নয়াদিল্লি, 14 ফেব্রুয়ারি: ইউটিউবে জনপ্রিয় অনুষ্ঠান চলাকালীন কুরুচিকর মন্তব্য ৷ অভিযোগ দায়ের জনপ্রিয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার বিরুদ্ধে ৷ এফআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রণবীর ৷ সুপ্রিম কোর্ট জানিয়েছে, রণবীরের করা আবেদনের ভিত্তিতে দু-তিনদিনের মধ্যে শুনানি হবে ।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ রণবীরের আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে জানিয়েছে, জরুরি তালিকাভুক্তির জন্য মামলার মৌখিক উল্লেখ অনুমোদিত নয়। প্রধান বিচারপতি বলেন, ‘‘আমি বেঞ্চকে দায়িত্ব দিয়েছি ৷ আবেদনটি দু-তিন দিনের মধ্যে (বেঞ্চের সামনে) শোনা হবে ৷’’ চন্দ্রচূড় জানান, অসম পুলিশ এদিন রণবীরকে তলব করেছে ৷

কৌতুকাভিনেতা ও ইউটিউবার সময় রায়নার ইউটিউব শো ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এ বাবা-মা এবং যৌনতা সম্পর্কে জনপ্রিয় ইউটিউবার ও পডকাস্টার ইলাহাবাদিয়ার মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে ৷ দেশের বিভিন্ন জায়গায় তাঁর এবং ওই শোয়ের সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। রায়নার বিরুদ্ধে দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে অসম পুলিশের একটি দল পুনেতে গিয়েছে। সময় রায়নার বাড়ি পুনের বালেওয়াড়িতে ।

সোমবার গুয়াহাটির এক বাসিন্দা একটি এফআইআর দায়ের করেন। তাঁর অভিযোগ, এমন একটি শো’তে অশ্লীলতা প্রচার করা হচ্ছে যেটি আট থেকে আশি- যে কেউ চাইলেই দেখতে পারে ৷ ইলাহাবাদিয়া এবং রায়না ছাড়াও, ওই মামলায় নাম রয়েছে জনপ্রিয় ইউটিউবার আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং এবং অপূর্ব মাখিজারও।

আরেকটি পৃথক মামলায় ইলাহাবাদিয়াকে মুম্বইয়ের খার থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে । মধ্যপ্রদেশের ইন্দোরেও একটি পুলিশি অভিযোগ দায়ের হয়েছে । এর পাশাপাশি মহারাষ্ট্রের সাইবার বিভাগ তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা নথিভুক্ত করেছে ৷ কমেডি শো’টির সমস্ত পর্ব (মোট 18টি) অপসারণের দাবি জানানো হয়েছে বিভিন্ন জায়গায় দায়ের হওয়া কয়েকটি এফআইআরে।

আরও পড়ুন

Last Updated : Feb 14, 2025, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.