পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নির্বাচনের আগে নাশকতার ছক, পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী - Maoists Killed in Maharashtra

4 Maoists Killed in Encounter: লোকসভা নির্বাচনের আগে চার মাওবাদী নিধনে বড়সড় সাফল্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ৷ নিহত চার মাওবাদী তেলেঙ্গনা স্টেট কমিটি অফ মাওয়িস্ট দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ ৷

Etv Bharat
পুলিশের গুলিতে মৃত্যু চার মাওবাদীর

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 10:07 AM IST

Updated : Mar 19, 2024, 10:53 AM IST

গড়চিরোলি (মহারাষ্ট্র), 19 মার্চ: মহারাষ্ট্র পুলিশের হাতে নিহত হয়েছে চার মাওবাদী ৷ তেলেঙ্গানা সীমান্ত থেকে মহারাষ্ট্রে ঢোকার ছক কষেছিল মাওবাদীরা ৷ নির্বাচনের পটভূমিতে হামলার ছক ছিল মাওবাদীরে বলে পুলিশ সূত্রের খবর ৷ পাশাপাশি জানা গিয়েছে, নিহত চার মাওবাদী তেলেঙ্গানা স্টেট কমিটি অফ মাওয়িস্ট দলের সদস্য ৷ এদের মধ্যে দু'জনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল 36 লাখ ৷ অবশেষে গড়চিরোলি এলাকায় মহারাষ্ট্র পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে চার মাওবাদী নিহত হয় ৷

সূত্রের খবর, গতকাল অর্থাৎ সোমবারই পুলিশ জানতে পারে তেলেঙ্গানা রাজ্য কমিটির মাওয়িস্ট দলের কিছু সদস্য আসন্ন লোকসভা নির্বাচনের এমসিসি সময়কালে নাশকতামূলক কার্যকলাপ চালানোর লক্ষ্যে প্রাণহিতা নদী পাড়ি দিয়ে গড়চিরোলি ঢুকেছে। সি60 এবং কেন্দ্রীয় বাহিনীর একাধিক দল আহেরি সাব পুলিশ হেডকোয়ার্টার থেকে অ্যাডিশনাল এসপি ইয়াতিশ দেশমুখের নেতৃত্বে তল্লাশি অভিযান শুরু করে ৷ মঙ্গলবার সকালে কোলামার্কা পাহাড় থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এসপিএস রেপনপল্লীর কাছে চার সি60 দলের সদস্যরা তল্লাশি অভিযান চালালে অপরদিক থেকে মাওবাদীরা গুলি চালাতে শুরু করে ৷ পালটা গুলি চালায় বাহিনীও ৷ গোলাগুলির লড়াই বন্ধ হয়ে গেলে বাহিনীর তরফে চিরুনী তল্লাশি শুরু করা হয় ৷ তল্লাশিতে উদ্ধার হয় চার মাওবাদীর দেহ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয় একটা একে-47, একটা কার্বাইন ও 2টি দেশি পিস্তল ৷ পাশাপাশি উদ্ধার হয়েছে মাওবাদী বিষয়ক বইও ৷ ইতিমধ্যেই চার মাওবাদীর পরিচয় প্রকাশ্যে এনেছে পুলিশ ৷

তারা হল, ডিভিসিএম ভারগীশ ৷ সে মাঙ্গি ইন্দ্রভেল্লি এরিয়া কমিটির সেক্রেটারি এবং কুমুরাম ভীম মাঞ্চেরিয়াল ডিভিশনাল কমিটির সদস্য ছিল ৷ দ্বিতীয় জন হল ডিভিসিএম মাঙ্গটু ৷ সে সিরপুর চেন্নুর এরিয়া কমিটির সেক্রেটারি ছিল ৷ এছাড়াও ছিল মাওবাদী সংগঠনের দুই সদস্য কুরসাং রাজু, কুদিমেত্তা ভেঙ্কাটেশ ৷

Last Updated : Mar 19, 2024, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details