পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ইয়েদুরাপ্পার বিরুদ্ধে, তদন্তে সিআইডি - BS Yediyurappa POCSO case

POCSO case registered against former CM Yediyurappa : পকসো আইনে প্রাক্তন মুখমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার বিরুদ্ধে নাবালিকাকে নির্যাতনের মামলা পুলিশের হাত থেকে হস্তান্তর করা হয়েছে সিআইডিকে ৷ গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷

Etv Bharat
প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদিউরপ্পার বিরুদ্ধে পকসো মামলা

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 7:57 PM IST

বেঙ্গালুরু, 15 মার্চ: লোকসভা নির্বাচনের আগে ফের অস্বস্তিতে বিজেপি ৷ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কর্ণাটকের প্রাক্তন মুখমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, সদাশিবনগর পুলিশ স্টেশনে নির্যাতিতার মা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখার পর তদন্ত শুরু হবে ৷ যদিও ইতিমধ্যেই তদন্তভার সিআইডিকে হস্তান্তর করা হয়েছে ৷

ডিজি ও আইজিপি অলোক মোহন এই মামলার তদন্ত সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদিউরপ্পার বিরুদ্ধে নথিভুক্ত পকসো মামলটি একজন মহিলা অফিসারে নেতৃত্বে গঠিত দল তদন্ত করবে বলে জানা গিয়েছে।

অভিযোগ জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে ৷ সেখানে বলা হয়েছে, 2 ফেব্রুয়ারি কোনও একটি মামলায় ন্যায়বিচারের জন্য অভিযোগকারিনী তাঁর মেয়েকে নিয়ে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ৷ সেখানেই নাকি নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই বিজেপি নেতার জবানবন্দি নেওয়া হয়েছে ৷ সেই মতো তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে ৷ শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "কিছুদিন আগে এক মহিলা আমার কাছে এসেছিলেন ৷ তিনি কাঁদতে কাঁদতে জানান, বড় সমস্যায় পড়েছেন তিনি ৷ আমি তাঁর কাছ থেকে পুরো বিষয়টা জানতে চাই ৷ এমনকী, সাহায্যের প্রতিশ্রুতিও দিই ৷"

বিজেপি নেতা আরও বলেন, "আমি ব্যক্তিগত ভাবে পুলিশ কমিশনারকে ফোন করি মহিলাকে সাহায্যের উদ্দেশ্যে ৷ এরপর ওই মহিলা আমার বিরুদ্ধে কথা বলতে শুরু করেন ৷ পুরো ঘটনাটিই আমি পুলিশ কমিশনারকে জানিয়েছি ৷ এরপরেই গতকাল জানতে পারি, আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ দেখা যা, এরপর কী হয় ৷ আমি কখনই বলতে পারি না, এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে ৷"

ওই মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত হওয়ার পরে সদাশিবনগর পুলিশ এবং হাই গ্রাউন্ডস পুলিশ ধবলাগিরিতে ইয়েদিউরপ্পার ডলারস কলোনির বাসভবন পরিদর্শন করেন। অভিযোগের বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদিউরপ্পার কাছ থেকে একটি বিবৃতি পাওয়া গিয়েছে। একটি লিখিত বিবৃতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাক্ষর করে চলে যান।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ বিএসওয়াই আবাসনের কর্মীদের বয়ান নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে ৷ বর্তমানে, শুধুমাত্র ইয়েদিউরপ্পার বয়ান পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন

1. দ্রৌপদী সাক্ষাতে সন্দেশখালির 5 নির্যাতিতা, জমা দিলেন স্মারকলিপি

2.ইয়েদুরাপ্পার বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, অস্বীকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর

3.শাবকদের বাঁচাতে গিয়ে নীলগাইয়ের হামলার মুখে, মর্মান্তিক মৃত্যু নৌবাহিনীর তরুণ নাবিকের

ABOUT THE AUTHOR

...view details