পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরে জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ দেয়', অলিম্পিক্স নিয়ে প্রধানমন্ত্রী - PM MODI MANN KI BAAT - PM MODI MANN KI BAAT

PM MODI MANN KI BAAT: প্রতি মাসের শেষ রবিবার নিজের মনের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গত 26 জুলাই শুরু হয়েছে অলিম্পিক্স ৷ এদিন তাঁর মন কি বাত অনুষ্ঠানে তিনি অলিম্পিক্সের কথাও তুলে ধরলেন ৷

PM MODI MANN KI BAAT
ফের খাদি পণ্যের উপর জোর মোদির (ফাইল চিত্র)

By PTI

Published : Jul 28, 2024, 6:22 PM IST

নয়াদিল্লি, 28 জুলাই: প্রেমের শহরে শুরু হয়েছে অলিম্পিক্স ৷ রবিবার 112তম 'মন কি বাত'-এ সেই অলিম্পিক্সের প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রতি মাসের শেষ রবিবারে তাঁর এই 'মন কি বাত'-এর অনুষ্ঠানে নানা সাম্প্রতিক বিষয় তুলে ধরেন ৷

  • প্যারিস অলিম্পিক্স নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

শুক্রবার, 26 জুলাই থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স ৷ সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, "এই গেমস ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরে জাতীয় পতাকা উত্তোলনের সুযোগ দেয়।" তিনি জনগণকে ক্রীড়াবিদদের উৎসাহিত করা এবং ভারতের জন্য উচ্ছ্বাস করার জন্য আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি অনুষ্ঠিত 'গণিত অলিম্পিয়াড'-এ খুব ভাল পারফর্ম করা ভারতীয় ছাত্রদের সঙ্গেও আলাপচারিতা করেন ৷ মোদি বলেন, "কয়েকদিন আগে, গণিতের জগতেও একটি অলিম্পিক হয়েছিল, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। ভারতীয় ছাত্ররা এই অলিম্পিয়াডে খুব ভালো পারফর্ম করেছে। আমাদের দল চারটি সোনা এবং একটি রুপোর পদক জিতেছে ৷" প্রধানমন্ত্রী ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অসমের 'মইডাম'-এর অন্তর্ভুক্তির প্রশংসা করে বলেন, "এটি প্রত্যেক ভারতীয়ের জন্য অত্যন্ত আনন্দের বিষয় ৷"

  • বাঘের সংখ্যার হার

বিশ্বে বাঘের সংখ্যার 70 শতাংশই ভারতে রয়েছে ৷ এই তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের গর্বিত হওয়ার কথা ৷" এই প্রসঙ্গে মোদি 'বাঘ বন্ধুদের' প্রশংসাও করেন ৷ তিনি বলেন, "মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারী টাইগার রিজার্ভ বাঘের অন্যতম প্রধান আবাসস্থল। এখানকার স্থানীয় সম্প্রদায়, বিশেষ করে আমাদের গোন্ড ও মানা উপজাতির ভাই-বোনেরা ইকো-ট্যুরিজমের দিকে দ্রুত অগ্রসর হয়েছে ৷ তারা বনের উপর তাদের নির্ভরতা কমিয়েছে, যাতে এখানে বাঘের কার্যকলাপ বাড়তে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details