পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকপ্রকাশ মোদির, ইরানের পাশে থাকার বার্তা বিদেশমন্ত্রীর - Ebrahim Raisi

Ebrahim Raisi's Helicopter Crash: হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবারই রাইসির হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন তিনি ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাইসির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ৷

ETV BHARAT
ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকবার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ (ইটিভি ভারত ৷)

By ETV Bharat Bangla Team

Published : May 20, 2024, 3:49 PM IST

নয়াদিল্লি, 20 মে: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে সেদেশের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি, ইরানের রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় মোদি তাঁর শোকবার্তায় ভারত এবং ইরানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ কংগ্রেসের তরফে তাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷

গতকালই মোদি, রাইসির হেলিকপ্টার নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছিলেন ৷ আজ ভোরে ইব্রাহিম রাইসি এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার হয় ৷ এই ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে ৷ যা নিয়ে আজ শোকবার্তায় মোদি লেখেন, "গণতান্ত্রিক ইসলামিক ইরানের প্রেসিডেন্ট ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে আমি শোকাহত ৷ ভারত এবং ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে তাঁর অবদান সর্বদা মনে রাখার মতো ৷ তাঁর পরিবার এবং ইরানের নাগরিকদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ এই দুঃখের সময় ভারত ইরানের পাশে রয়েছে ৷"

প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বিপর্যয়ের সময় ইরানের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় উল্লেখ করেছেন, "ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তাদের বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানের হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনে খুবই আহত হলাম ৷ তাঁদের সঙ্গে আমার একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের কথা মনে পড়ছে ৷ আর সম্প্রতি 2024 সালের জানুয়ারি মাসে আমরা শেষ বৈঠক করেছিলাম ৷ আমাদের সমবেদনা রইল তাঁদের পরিবারের প্রতি ৷ এই বিপর্যয়ের সময়ে আমরা ইরানের মানুষের পাশে রয়েছি ৷"

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লেখেন, "ভারতীয় জাতীয় কংগ্রেস মর্মান্তিক দুর্ঘটনায় গণতান্ত্রিক ইসলামিক ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোকাহত ও মর্মাহত ৷ ভারত-ইরান সুসম্পর্ক কয়েক শতাব্দী ধরে অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে গড়ে উঠেছে ৷ প্রত্যেক ভারতীয় তরফে আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ কঠিন এই সময়ে আমরা ইরানের মানুষের পাশে রয়েছি ৷"

আরও পড়ুন:

  1. কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু
  2. মিলল রাইসির কপ্টারের ধ্বংসাবশেষ ! প্রাণের কোনও চিহ্ন নেই, জানাল উদ্ধারকারী দল

ABOUT THE AUTHOR

...view details