নয়াদিল্লি, 7 জুন:সর্বসম্মতিতেই চলবে এনডিএ জোটের সরকার ৷ 'অর্গানিক জোট' আখ্যা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, "এনডিএ জোট সরকার চালানোর জন্য কয়েকটি দলের শুধু মাত্র জোট নয়, এরা আগে দেশ বা রাষ্ট্রগঠনের চিন্তা নিয়ে চলে ৷"
শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র নির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক হয় ৷ সেখানে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি 'বিশ্বাস'-এর কথা স্মরণ করিয়ে দেন ৷ শরিকদের থেকে সমর্থন পাওয়ার পর এদিন কড়া ভাষায় একদিকে 'ইন্ডিয়া' জোট, অন্যদিকে কংগ্রেসকে একহাত নিলেন তিনি ৷ নীতীশ-নাইডুর পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি শুক্রবার বলেন, "আমার সৌভাগ্য এনডিএ-র নেতা হিসাবে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন ৷ এনডিএ-র এটা মহাবিজয় ৷ দু'দিন এমনভাবে দেখানো হয়েছিল যে আমরা তো হেরে গিয়েছি ৷ কাল্পনিক গল্প বানানো হয়েছিল ৷ সব থেকে মজবুত জোট সরকার এটি ৷ তারপরও জয় পেয়ে উন্মাদের মতো আচরণ করি না বা পরাজিতদের প্রতি উপহাসও করি না আমরা ৷ এটাই আমাদের সংস্কার ৷"
গত দুটো টার্মের কোনওটিতেই জোট শরিকদের উপর নির্ভর করে সরকার চালাতে হয়নি বিজেপিকে ৷ আর সেকারণেই হয়তো সেভাবে জোটের শরিকদের স্তুতিও শোনা যায়নি নরেন্দ্র মোদির গলায় ৷ তবে এদিন বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত জোট নির্ভরতার কথা ছত্রে ছত্রে উঠে এসেছে নরেন্দ্র মোদির গলায় ৷ এমনকী জোটের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির প্রসঙ্গও তুলে এনেছেন মোদি ৷ এনডিএ জোট প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মোদি বলেন, "দেশের রাজনৈতিক ইতিহাসে, জোটের ইতিহাসে এতটা সফল জোট কখনও হয়নি, যা এনডিএ করে দেখিয়েছে ৷ জোটের ক্ষেত্রে এনডিএ সফল ৷ প্রথমেও এনডিএ ছিল, আজও এনডিএ আছে, পরেও এনডিএ থাকবে ৷ তো আমরা হারলাম কোথায় ?"
এখানেই শেষ নয়, তৃতীয়বার সরকারে এসে প্রাথমিক কাজ কী কী হবে, তারও আভাস দিয়েছেন মোদি ৷ তাঁর কথায়, "সরকার চালানোর জন্য সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, কিন্তু দেশ চালানোর জন্য সর্বমত জরুরি ৷ আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আগামী 10 বছর এনডিএ সরকার সুশাসন, বিকাশের নয়া অধ্য়ায় লিখবে ৷ আমার ব্যক্তিগত স্বপ্ন, বিকশিত ভারতের স্বপ্নকে পূরণ করেই ছাড়ব ৷"