নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় স্বভাব-সিদ্ধ ভঙ্গিতেই কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় তাঁর আক্রমণ শুরু হয় বিজেপি সরকারের 'সবকা সাথ, সবকা বিকাশ' মডেল দিয়ে ৷ মাত্র দু'দিন আগে লোকসভাতেও কংগ্রেসকে বিঁধতে করতে গিয়ে একযোগে নেহরু-গান্ধি পরিবারের সদস্যের প্রসঙ্গ তোলেন মোদি। এবার রাজ্যসভাতেও আবার সেই পরিবার অস্ত্রেই শান দিলেন তিনি ।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "কংগ্রেসের সর্বোপরি মডেল, পরিবার প্রথম ৷ তাদের নীতিগুলিও পরিবার-কেন্দ্রিক ৷ কংগ্রেসের কাছ থেকে 'সবকা সাথ, সবকা বিকাশ' আশা করাটাই বড় ভুল ৷ এটা ওদের চিন্তাভাবনার বাইরে ৷ দলের রোডম্যাপের সঙ্গে এই মডেল খাপ খায় না ৷ কারণ, পুরো দলটাই একটি মাত্র পরিবারের জন্য ৷"
গত শীতকালীন অধিবেশনে এনডিএ ও বিরোধী কংগ্রেস-সহ বাকি দলগুলির মধ্যে সংবিধানের স্থপতি ডঃ আম্বেদকরকে বিতর্ক চরমে পৌঁছয় ৷ এমনকী হাতাহাতির ঘটনাও ঘটে ৷ 'জয় ভিম' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস ৷ এদিন রাজ্যসভায় ফের 1975-77-এর সেই সময়কালের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি ৷
তিনি বলেন, " জরুরি অবস্থার সময় কী হয়েছে, তা দেশ দেখেছে ৷ কীভাবে সংবিধানের আত্মাকে হত্যা করা হয়েছে, তাও জানে ৷ শুধু ক্ষমতার বলে এমনটা করা হয়েছিল ৷ দেশ সেটাও জানে ৷" প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, দীর্ঘদিন পর্যন্ত মানুষের কাছে কোনও বিকল্প মডেল ছিল না ৷ দীর্ঘ সময় বাদে, 2014 সালের পর দেশ একটা নয়া মডেল পেয়েছে । যার ভিত্তি তুষ্টিকরণ নয়, সবার সন্তুষ্টি ৷"
কংগ্রেস আমলকে তুলোধনা করে তিনি আরও বলেন, "এর আগে বিশেষত কংগ্রেসের সময় তোষণ ছিল সবকিছু ৷ সেটাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ৷ এতে কয়েকটি ছোট দলের অনেক সুবিধা হয়েছে ৷ কিন্তু অন্যরা বঞ্চিত হয়েছে ৷ নির্বাচনের সময় তারা মিথ্যা আশা জাগিয়েছিল ৷ মানুষকে বোকা বানানোর রাজনীতি করেছে ওরা ৷"
এদিকে বিজেপি দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহারের দিকে লক্ষ্য রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা সম্পৃক্তকরণের দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি ৷ চেয়েছি, প্রকল্পগুলির একশো শতাংশই রূপায়িত হোক ৷ কেউ যেন বঞ্চিত না হয়, কাউকে যেন হতাশার দিকে ঠেলে দেওয়া না হয় ৷ বিগত দশকগুলিতে প্রতিটি স্তরে আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ' কার্যকর করার চেষ্টা চালিয়েছি ৷ এখন তার ফলাফল দেখতে পাচ্ছি ৷"