পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লোকসভার পর রাজ্যসভা! পরিবার ইস্যুতে কংগ্রেসকে তোপ মোদির - PM MODI SLAMS CONGRESS

জরুরি অবস্থা থেকে শুরু করে সরকারি প্রকল্প এবং সংরক্ষণ - প্রায় সব ইস্যুতে রাষ্ট্রপতির ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi in Rajya Sabha
রাজ্যসভায় বক্তৃতা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি সৌজন্য: সংসদ টিভি)

By PTI

Published : Feb 6, 2025, 8:15 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপন বক্তৃতায় স্বভাব-সিদ্ধ ভঙ্গিতেই কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় তাঁর আক্রমণ শুরু হয় বিজেপি সরকারের 'সবকা সাথ, সবকা বিকাশ' মডেল দিয়ে ৷ মাত্র দু'দিন আগে লোকসভাতেও কংগ্রেসকে বিঁধতে করতে গিয়ে একযোগে নেহরু-গান্ধি পরিবারের সদস্যের প্রসঙ্গ তোলেন মোদি। এবার রাজ্যসভাতেও আবার সেই পরিবার অস্ত্রেই শান দিলেন তিনি ।

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কংগ্রেসকে পরিবারতন্ত্র নিয়ে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "কংগ্রেসের সর্বোপরি মডেল, পরিবার প্রথম ৷ তাদের নীতিগুলিও পরিবার-কেন্দ্রিক ৷ কংগ্রেসের কাছ থেকে 'সবকা সাথ, সবকা বিকাশ' আশা করাটাই বড় ভুল ৷ এটা ওদের চিন্তাভাবনার বাইরে ৷ দলের রোডম্যাপের সঙ্গে এই মডেল খাপ খায় না ৷ কারণ, পুরো দলটাই একটি মাত্র পরিবারের জন্য ৷"

গত শীতকালীন অধিবেশনে এনডিএ ও বিরোধী কংগ্রেস-সহ বাকি দলগুলির মধ্যে সংবিধানের স্থপতি ডঃ আম্বেদকরকে বিতর্ক চরমে পৌঁছয় ৷ এমনকী হাতাহাতির ঘটনাও ঘটে ৷ 'জয় ভিম' স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস ৷ এদিন রাজ্যসভায় ফের 1975-77-এর সেই সময়কালের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী মোদি ৷

তিনি বলেন, " জরুরি অবস্থার সময় কী হয়েছে, তা দেশ দেখেছে ৷ কীভাবে সংবিধানের আত্মাকে হত্যা করা হয়েছে, তাও জানে ৷ শুধু ক্ষমতার বলে এমনটা করা হয়েছিল ৷ দেশ সেটাও জানে ৷" প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, দীর্ঘদিন পর্যন্ত মানুষের কাছে কোনও বিকল্প মডেল ছিল না ৷ দীর্ঘ সময় বাদে, 2014 সালের পর দেশ একটা নয়া মডেল পেয়েছে । যার ভিত্তি তুষ্টিকরণ নয়, সবার সন্তুষ্টি ৷"

কংগ্রেস আমলকে তুলোধনা করে তিনি আরও বলেন, "এর আগে বিশেষত কংগ্রেসের সময় তোষণ ছিল সবকিছু ৷ সেটাই রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ৷ এতে কয়েকটি ছোট দলের অনেক সুবিধা হয়েছে ৷ কিন্তু অন্যরা বঞ্চিত হয়েছে ৷ নির্বাচনের সময় তারা মিথ্যা আশা জাগিয়েছিল ৷ মানুষকে বোকা বানানোর রাজনীতি করেছে ওরা ৷"

এদিকে বিজেপি দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহারের দিকে লক্ষ্য রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা সম্পৃক্তকরণের দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছি ৷ চেয়েছি, প্রকল্পগুলির একশো শতাংশই রূপায়িত হোক ৷ কেউ যেন বঞ্চিত না হয়, কাউকে যেন হতাশার দিকে ঠেলে দেওয়া না হয় ৷ বিগত দশকগুলিতে প্রতিটি স্তরে আমরা 'সবকা সাথ, সবকা বিকাশ' কার্যকর করার চেষ্টা চালিয়েছি ৷ এখন তার ফলাফল দেখতে পাচ্ছি ৷"

প্রধানমন্ত্রী দাবি করেন, কংগ্রেস আমলে জাতপাত প্রচারেরও চেষ্টা হয়েছে ৷ তিনি বলেন, "জাতপাতের বিষ ছড়ানোর চেষ্টাও হয়েছে ৷ তিন দশক ধরে দুই কক্ষের সব দলের ওবিসি সাংসদরা ওবিসিদের জন্য একটি কমিশনের দাবি জানিয়ে এসেছেন ৷ কিন্তু সেই দাবি খারিজ করে দেওয়া হয় ৷ হয়তো সেই সময় এটা তাদের রাজনীতির সঙ্গে খাপ খাচ্ছিল না ৷ আমরা ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছি ৷"

সংরক্ষণের ইস্যুতেও কংগ্রেসকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যসভায় তিনি বলেন, "সংরক্ষণের বিষয়টি যখনই সামনে এসেছে, তখনই দেশে একটা ঝড় উঠেছে ৷ আমরা প্রথম বার, একটা মডেল দিয়েছি দেশকে ৷ অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা শ্রেণিকে আমরা 10 শতাংশ সংরক্ষণ দিয়েছি । তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে না নিয়েই আমরা সংরক্ষণের এই মডেল দিয়েছি ৷ এসসি, এসটি, ওবিসি-রা তাকে স্বাগত জানিয়েছে ৷ কারও কোনও সমস্যা হয়নি ৷"

আম্বেদকর-প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, "কংগ্রেস সরকার বি আর আম্বেদকরকে ভারতরত্ন দেয়নি ৷ তাঁকে ভারতরত্নের যোগ্য মনেই করা হয়নি ৷ কিন্তু আজ তারা 'জয় ভীম' বলতে বাধ্য হচ্ছে ৷ ভীমরাও আম্বেদকরের প্রতি কংগ্রেসের ঘৃণা, রাগের কথা ইতিহাসে খুব ভালোভাবেই নথিবদ্ধ রয়েছে ৷"

রীতি মেনে বাজেট অধিবেশনের সূচনায় বক্তৃতা দেন দেশের রাষ্ট্রপতি ৷ এবারও 31 জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বক্তৃতা দিয়েছিলেন ৷ তাঁর বক্তৃতার ধন্যবাদজ্ঞাপন ভাষণ বিতর্কে আজ সংসদের উচ্চকক্ষে নিজের বক্তব্য বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এই বক্তৃতার কড়া সমালোচনা করেছেন রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রবীণ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেন, "90 মিনিটের বক্তৃতায় তিনি (প্রধানমন্ত্রী মোদি) ইতিহাসকে বিকৃত করেছেন ৷ কংগ্রেসকে নিশানা করে অপমান করেছে ৷ এটা নির্বাচনী বক্তৃতা ছিল ৷ যেভাবে তিনি জনসভায় বক্তৃতা দিয়ে থাকেন, ঠিক সেভাবেই এখানে বলছিলেন ৷"

তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী আসল ইস্যুগুলি নিয়ে কিছুই বলেননি ৷ আজ মূল্যবৃদ্ধি ভয়াবহ জায়গায় গিয়েছে। বেকারত্বের জ্বালায় তরুণরা ভুগছেন। কিন্তু প্রধানমন্ত্রী তা নিয়ে একটি শব্দও বলেননি ৷ বিকশিত ভারত কী ? কেউ বলতে পারবে বিকশিত ভারতকে কী দিয়ে মাপা যাবে ?"

ABOUT THE AUTHOR

...view details