পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বাধীনতার পর দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি তীর্থস্থানগুলির গুরুত্ব বোঝেনি, কংগ্রেসকে আক্রমণ মোদির - undefined

PM Modi in Assam inaugurate varius projects: নরেন্দ্র মোদি রবিবার অসমে 11 হাজার 600 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন থেকে শুরু করে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী রাজ্যে খানাপাড়ায় এক জনসভায় অসমবাসীর উদ্দেশে এদিন অসমিয়া ভাষাতেও বক্তব্য রাখেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 4, 2024, 10:05 PM IST

Updated : Feb 4, 2024, 10:19 PM IST

গুয়াহাটি, 4 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার অসমে 11 হাজার 600 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। পরে রাজ্যের খানাপাড়ায় এক জনসভায় অসমিয়া ভাষাতেও বক্তব্য রাখেন তিনি ৷ শনিবার দু'দিনের সফরে রাজ্যে এসেছেন ৷ এদিন খানাপাড়া মাঠে জনসভায় নরেন্দ্র মোদি বলেন, "এই প্রকল্পগুলি উদ্বোধন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি ৷" পাশাপাশি, তীর্থস্থানের গুরুত্ব বুঝতে না পারা-সহ বিভিন্ন ইস্যুতে কংগ্রেসকেও আক্রমণও করেন।

একই সঙ্গে, প্রধানমন্ত্রী যোগ করেছেন, "এই প্রকল্পগুলি দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে অসম-সহ উত্তর-পূর্বের যোগাযোগকে আরও জোরদার করবে। পর্যটন খাতে উন্নয়নও বৃদ্ধি পাবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানেরও ৷" এর আগে শনিবার সন্ধ্যায় গুয়াহাটি যেভাবে তাঁকে স্বাগত জানিয়েছে তাতে মুগ্ধ মোদি ৷ তাঁর দাবি, "এই ভালবাসা এবং স্নেহ আমাকে আরও শক্তি দেবে।"

দেশের বেশ কয়েকটি তীর্থস্থান পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী জানান, তিনি এখন মা কামাখ্যার পবিত্র ভূমিতে এসেছেন। তাঁর মতে, দেশের তীর্থস্থানগুলি হাজার হাজার বছরের ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ধারক-বাহক। এখানেই কংগ্রেসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "স্বাধীনতার পর দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি দেশের তীর্থস্থানগুলির গুরুত্ব বোঝেনি ৷ শিকড়ের সংরক্ষণ না করলে দেশ কখনওই উন্নয়ন করতে পারে না। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার সেই উদ্যোগ নিয়েছে।"

অন্য একটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "বিভিন্ন সুবিধার অভাবের অতীতে পর্যটকরা উত্তর-পূর্বে ভারতে আসতেন না। রেল ও বিমান পরিষেবা সীমিত ছিল। রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে, এক জেলা থেকে অন্য জেলায় যেতে অনেকটা সময় লাগত। বিজেপির ডবল ইঞ্জিন সরকার সেই পরিস্থিতি পালটে দিয়েছে। গত 10 বছরে উন্নয়ন খাতে খরচ অনেকটাই বেড়েছে। 2014 সালের পর 1 হাজার 900 কিলোমিটার নতুন রেলপথ তৈরি করা হয়েছে। একইভাবে, 10 বছরে 6000 কিলোমিটার নতুন জাতীয় মহাসড়ক তৈরি করা হয়েছে ৷"

Last Updated : Feb 4, 2024, 10:19 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details