পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাশিয়া রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি, দেশে ফিরেছেন 85 জন ভারতীয়: বিদেশ সচিব

মঙ্গলবার ভোরে রাশিয়া রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ বিদেশ সচিব বিক্রম মিসরী আশ্বস্ত করেন, রাশিয়ায় আটকে থাকা ভারতীয়দের মুক্তি দেওয়া নিয়ে আলোচনা হতে পারে ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি সৌজন্য: বিদেশমন্ত্রকের এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

নয়াদিল্লি, 22 অক্টোবর: ব্রিকস গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার যাত্রার আগে রাশিয়ার সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়া পাওয়ার খবর দিলেন বিদেশ সচিব বিক্রম মিসরী ৷ সোমবার সাংবাদিক বৈঠকে তিনি জানান মিত্র দেশ রাশিয়ার সেনাবাহিনী থেকে ছাড়া পেয়ে 85 জন ভারতীয় দেশে ফিরেছেন ৷ আরও প্রায় 20 জন নাগরিক সেখানে আটকে রয়েছেন ৷ তাঁরাও ছাড়া পাবেন, আশ্বস্ত করেন বিদেশ সচিব ৷

মঙ্গলবার ভোরে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "16তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমায় আমন্ত্রণ জানিয়েছেন ৷ এই সম্মেলনে হচ্ছে কাজান শহরে ৷ দু'দিনের সফরে যোগ দিতে আমি আজই রওনা দিচ্ছি ৷" তিনি আরও জানিয়েছেন, 2024 সালের জুলাই মাসে মস্কো সফরের পর এই কাজান সফরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে ৷

সূত্রের খবর, এদিনই ব্রিকস সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এই বৈঠকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার সেনাবাহিনীতে আটকে থাকা 20 জন ভারতীয়ের মুক্তির প্রসঙ্গটি উত্থাপন করতে পারেন ৷ এর আগে, চলতি বছরের জুলাইতে মস্কোয় দু'তরফের বৈঠকে রাশিয়ার সেনাবাহিনীতে আটক ভারতীয়দের দ্রুত ছেড়ে দেওয়া নিয়ে আলোচনা হয়েছিল ৷

এই প্রসঙ্গে বিদেশ সচিব বিক্রম মিসরী সাংবাদিকদের জানান, যাঁরা অবৈধভাবে অথবা চুক্তির ভিত্তিতে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, তাঁদের মুক্তির জন্য ভারত সে দেশের বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে ৷ তিনি বলেন, "এই মুহূর্তে আমদের কাছে থাকা তথ্য অনুযায়ী, 85 জন রাশিয়া থেকে ভারতে ফিরে এসেছে ৷ দুর্ভাগ্যবশত, কয়েকজনের দেহ ফিরেছে ৷ তাঁরা রাশিয়ার যুদ্ধে অংশ নিয়েছিলেন ৷ তাঁদের মৃত্যু হয়েছে ৷" সরকারি তথ্য অনুযায়ী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে 9 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে ৷

তিনি জানান আর 20 জন এখনও রাশিয়ার সেনাবাহিনীতে রয়েছেন ৷ তাঁদের সবাইকে ছেড়ে দেওয়ার জন্য রাশিয়ার সংশ্লিষ্ট আধিকারিকদের চাপ দিচ্ছে ভারত ৷ অগস্টে রাশিয়ার দূতাবাসের তরফে জানানো হয়েছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বহু ভারতীয় স্বেচ্ছায় সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন ৷ তাঁরা এখন ভারতে ফিরতে চাইছেন ৷ তাঁরা যাতে দ্রুত বাড়ি ফিরতে পারেন, সেই বিষয়ে মস্কো ও নয়াদিল্লি একসঙ্গে কাজ করছে ৷ চলতি বছরের এপ্রিলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সেনাবাহিনীতে ভারত-সহ অন্য দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করে দিয়েছে ৷

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details