পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিরোধীদের অপপ্রচার নস্যাৎ করেছে দেশবাসী, রাজ্যসভায় বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রী মোদির - PM Modi Slams Oppositions - PM MODI SLAMS OPPOSITIONS

PM Modi on Rajya Sabha: নির্বাচনে মানুষ বিরোধীদের যাবতীয় অপপ্রচার প্রত্যাখ্যান করেছে, রাজ্যসভায় জানালেন প্রধানমন্ত্রী মোদি ৷ একই সঙ্গে, নির্বাচনে উন্নয়নের উপরও মানুষ গুরুত্ব দিয়েছে বলে জানান তিনি ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Etv Bharat)

By PTI

Published : Jul 3, 2024, 2:58 PM IST

নয়াদিল্লি, 3 জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া ভাষায় কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র আক্রমণ করেন ৷ বুধবার রাজ্যসভায় ভাষণের শুরুতেই এদিন নাম না করে 'ইন্ডিয়া' জোটকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদি ৷ মানুষ পারফরম্যান্সের রাজনীতির উপর ভরসা রেখেছে, বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷

এদিন বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, "এই নির্বাচনে বিরোধীদের যাবতীয় এজেন্ডাকে নস্যাৎ করেছে দেশবাসী ৷ দেশের মানুষের একমাত্র ভরসা আমাদের উপরেই আছে ৷" এরপরই দৃপ্ত ভাষায় প্রধানমন্ত্রী বলেন, "আরও দু'দশক ক্ষমতায় থাকবে বিজেপি ৷"

রাষ্ট্রপতির বক্তব্যের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, "2024 সালের সাধারণ নির্বাচনের রায় দেখিয়েছে মানুষ মিথ্যা প্রচার প্রত্যাখ্যান করেছে এবং পারফরম্যান্সের পক্ষে ভোট দিয়েছে।" সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের বিতর্কের জবাবে মোদি বলেন, "জনগণকে বিভ্রান্ত করার রাজনীতি পরাজিত হয়েছে ৷"

রাজ্যসভায় তাঁর ভাষণে, মোদি জানান, তাঁর দল বিজেপির জন্য, সংবিধান কেবল অনুচ্ছেদের সংকলন নয় ৷ এর চেতনা এবং শব্দগুলিও খুব গুরুত্বপূর্ণ। এটি সরকারের জন্য বাতিঘরের মতো কাজ করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷ এরপরই বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, "সংবিধান দিবস দেশে সংবিধানের চেতনা ছড়িয়ে দেবে ৷ যারা সংবিধান নিয়ে আজ লাফালাফি করছেন, তারা সংবিধান দিবসের বিরোধিতা করেছিল ৷ 26 জানুয়ারি আছে, তাও আবার আলাদা সংবিধান দিবস কেন, প্রশ্ন তুলেছিল বিরোধীরা ৷ কিন্তু সংবিধানের মাহাত্ম্য কী, তা আজ দেশবাসী বুঝতে পারছে ৷ সংবিধানের প্রতিটি শব্দ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ৷"

প্রধানমন্ত্রী মোদি বলেন, "ছয় দশকের মধ্যে এই প্রথম কোনও সরকার 10 বছর কার্যকালে থাকার পরে ফের ক্ষমতায় ফিরেছে ৷ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র তৃতীয় মেয়াদে ভারতকে একটি উন্নত ও স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তোলা ৷ বর্তমান পঞ্চম থেকে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার এই রায় ৷" কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, "অটো-পাইলট মোডে যারা সরকার চালায়, তারাই এ ধরনের বক্তব্য দিতে পারে।" (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details