পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'চাঁদমামা' আজ গোলাপি, ভারতে কখন দেখা যাবে ? - Pink Full Moon 2024

Pink Full Moon 2024: এপ্রিলের পূর্ণিমা বা 'পিঙ্ক মুন' ৷ উত্তর আমেরিকায় পিঙ্ক ক্রিপিং ফ্লোক্স (বা মস ফ্লোক্স) ফুলের নামানুসারে নামকরণ করা হয়েছে ৷ হনুমান জয়ন্তী এবং শ্রীলঙ্কার বক পোয়া উৎসবের সঙ্গে ? যোগ রয়েছে এই চাঁদের।

Pink Full Moon 2024
এপ্রিলের পূর্ণিমা বা 'পিঙ্ক মুন' ৷

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 5:33 PM IST

Updated : Apr 24, 2024, 9:23 AM IST

হায়দরাবাদ, 23 এপ্রিল:আজই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারতবাসী ৷ চলতি মাসে এই প্রথম দেখা মিলতে চলেছে গোলাপী চাঁদের ৷ এই চাঁদকে অন্যান্য দিনের থেকে অনেক বেশি উজ্জ্বল দেখাবে ৷ মঙ্গলবার এবং বুধবার দুই দিনই দেখা যাবে এই চাঁদ ৷ ভারতীয় সময় অনুয়ায়ী আজ, মঙ্গলবার সন্ধ্যা 7টা 49 মিনিটে গোলাপী চাঁদ দেখা যাবে ৷ আগামিকাল বুধবার ভারতীয় সময় অনুযায়ী, সকাল 5টা 19 মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই মহাজাগতিক দৃশ্য ৷ এই দৃশ্যের সাক্ষী থাকতে পেরে সাধারণ মানুষ থেকে মহাকাশ প্রেমীদের মধ্যে যে উন্মাদনা দেখা দেবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা-র প্রকাশিত তথ্য অনুযায়ী, চাঁদের বিশেষ অবস্থানের কারণেই তাকে আজ গোলাপী দেখাবে ৷ এই সময় পৃথিবীর অনেক কাছে অবস্থান করবে চাঁদ ৷ স্বাভাবিক ভাবেই আকারেও তাই বেশ বড় দেখাবে চাঁদকে ৷ সোমবার থেকে বুধবার পর্যন্ত গোলাপী চাঁদ দেখা যাবে ৷ তবে মঙ্গলবার সন্ধের সময় সবচেয়ে উজ্জ্বল দেখাবে এটিকে ৷

গোলাপি চাঁদ কী ?

এই সময় চাঁদ উজ্জ্বল দেখালেও কেন তাকে 'গোলাপী' চাঁদ বলা হয় ? আসলে, চাঁদের রং দেখে এই 'পিঙ্ক মুন' নামকরণ করা হয়নি ৷ পূর্ব-উত্তর আমেরিকার একটি বন্য ফুল মস পিঙ্ক ৷ এই বিশেষ বন্যফুলটি বসন্ত কালের সূচনার ইঙ্গিত দেয় ৷ এই ফুলের রং গোলাপী ৷ সেই ফুলের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সময়ের উজ্জ্বল চাঁদের নাম করা হয়েছে 'পিঙ্ক মুন' ৷ জ্যোর্তিবিজ্ঞানের সঙ্গে প্রকৃতির অনান্য মেলবন্ধন ঘটাতেই চাঁদের এই নামরকণ করা হয়েছে ৷

পিঙ্ক মুনের তাৎপর্য:

গোলাপী চাঁদ ঋতু পরিবর্তনকে ইঙ্গিত করে ৷ ওগালা ভাষায় এটিকে 'লাল ঘাসের চাঁদ' নামেও ডাকা হয় ৷ টিলিংগ্রিট আগদিবাসী সম্প্রদায়ের কাছে এটি'স্প্রাউটিং গ্রাস মুন' নামে পরিচিত ৷

ভারতেপিঙ্ক মুনের তাৎপর্য

হিন্দু লুনি-সোলার (চাঁদ- সূর্যের অবস্থান অনুযায়ী) ক্যালেন্ডার অনুযায়ী, এই পিঙ্ক মুনের সঙ্গে হনুমান জয়ন্তীর যোগ রয়েছে ৷ এই বছর পিঙ্ক মুনের দিনই পড়েছে হনুমান জয়ন্তী ৷ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য, বিশেষ করে শ্রীলঙ্কায়, এই পূর্ণিমা হল বক পোয়া, যখন গৌতম বুদ্ধ শ্রীলঙ্কা সফর করেছিলেন, সেই সময়ে যুদ্ধ এড়িয়ে বিরোধের নিষ্পত্তি করেছিলেন ৷ সেই স্মরণেই এই দিন । এপ্রিল মাসের পূর্ণিমার চাঁদকেই পিঙ্ক মুন বলা হয় ৷

আরও পড়ুন:

  1. কেরিয়ার হিসেবে কেন মহাকাশ গবেষণাকে বেছে নেবেন তরুণরা? একান্ত সাক্ষাৎকারে কারণ জানালেন দেশের 'মুন ম্যান'
  2. চাঁদের মাটি স্পর্শ করে এলিট ক্লাবে প্রবেশের অপেক্ষায় সূর্যোদয়ের দেশ
  3. ভারতের মহাকাশ শাসনের বছর 2023, চাঁদের দক্ষিণ মেরুতে আলতো ছোঁয়ায় ইতিহাস ইসরোর
Last Updated : Apr 24, 2024, 9:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details