হায়দরাবাদ, 23 এপ্রিল:আজই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারতবাসী ৷ চলতি মাসে এই প্রথম দেখা মিলতে চলেছে গোলাপী চাঁদের ৷ এই চাঁদকে অন্যান্য দিনের থেকে অনেক বেশি উজ্জ্বল দেখাবে ৷ মঙ্গলবার এবং বুধবার দুই দিনই দেখা যাবে এই চাঁদ ৷ ভারতীয় সময় অনুয়ায়ী আজ, মঙ্গলবার সন্ধ্যা 7টা 49 মিনিটে গোলাপী চাঁদ দেখা যাবে ৷ আগামিকাল বুধবার ভারতীয় সময় অনুযায়ী, সকাল 5টা 19 মিনিট পর্যন্ত স্থায়ী হবে এই মহাজাগতিক দৃশ্য ৷ এই দৃশ্যের সাক্ষী থাকতে পেরে সাধারণ মানুষ থেকে মহাকাশ প্রেমীদের মধ্যে যে উন্মাদনা দেখা দেবে, তা বলার অপেক্ষা রাখে না ৷
মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা-র প্রকাশিত তথ্য অনুযায়ী, চাঁদের বিশেষ অবস্থানের কারণেই তাকে আজ গোলাপী দেখাবে ৷ এই সময় পৃথিবীর অনেক কাছে অবস্থান করবে চাঁদ ৷ স্বাভাবিক ভাবেই আকারেও তাই বেশ বড় দেখাবে চাঁদকে ৷ সোমবার থেকে বুধবার পর্যন্ত গোলাপী চাঁদ দেখা যাবে ৷ তবে মঙ্গলবার সন্ধের সময় সবচেয়ে উজ্জ্বল দেখাবে এটিকে ৷
গোলাপি চাঁদ কী ?
এই সময় চাঁদ উজ্জ্বল দেখালেও কেন তাকে 'গোলাপী' চাঁদ বলা হয় ? আসলে, চাঁদের রং দেখে এই 'পিঙ্ক মুন' নামকরণ করা হয়নি ৷ পূর্ব-উত্তর আমেরিকার একটি বন্য ফুল মস পিঙ্ক ৷ এই বিশেষ বন্যফুলটি বসন্ত কালের সূচনার ইঙ্গিত দেয় ৷ এই ফুলের রং গোলাপী ৷ সেই ফুলের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সময়ের উজ্জ্বল চাঁদের নাম করা হয়েছে 'পিঙ্ক মুন' ৷ জ্যোর্তিবিজ্ঞানের সঙ্গে প্রকৃতির অনান্য মেলবন্ধন ঘটাতেই চাঁদের এই নামরকণ করা হয়েছে ৷