পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পেঁয়াজ বোমা ফেটে মৃত 1, আহত 6 - ONION BOMB TRAGEDY

তদন্তের দায়িত্বে থাকা এক আধিকারিক মনে করছেন, একটি বোমা থেকে এত বড় বিস্ফোরণ হওয়া কার্যত অসম্ভব। বাজির ব্যাগে অন্য কোনও বিস্ফোরক ছিল।

Onion bomb blast
পেঁয়াজ বোমা ফেটে মৃত 1 (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2024, 7:56 PM IST

ইলুরু (অন্ধ্রপ্রদেশ), 31 অক্টোবর: বাজি নিয়ে যাওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ। আর তার জেরে প্রাণ গেল একজনের। আহত হলেন বেশ কয়েকজন । স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীপাবলির সকালে একটি স্কুটিতে করে বাজি নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সে সময় বাজির বস্তায় থাকা 'পেঁয়াজ বোমা' ফেটে গিয়ে বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দাদের কাছে বোমাটি এই নামেই পরিচিত বলে জানা গিয়েছে।

স্কুটারে সুধাকর নামে এক ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, তাঁর বিস্ফোরণের তীব্রতা বেশি হওয়ায় তাঁর শরীরের কয়েকটি অংশ এদিক-সেদিকে ছিটকেও যায়। সুধাকরের সঙ্গে আরও একজন ছিলেন স্কুটারে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি স্কুটারের আশপাশে থাকা আরও 5 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের জেরে একটি বাড়ির জানলার কাচও ভেঙে গিয়েছে। কাছাকাছি থাকা দুটো গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। কাচ ভাঙার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দেখতে পান ক্ষতবিক্ষত অবস্থায় এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে রাস্তায়। বাকিদেরও বেশ খানিকটা চোট লেগেছে। স্থানীয়রাই আহতদের হাসপাতালে ভর্তি করেন।

সংশয়ে তদন্তকারীরা

ঠিক কীভাবে বিস্ফোরণ হল তা নিয়ে তদন্তকারী আধিকারিকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে । তদন্তের দায়িত্বে থাকা এক আধিকারিক মনে করছেন, একটি বোমা থেকে এত বড় বিস্ফোরণ হওয়া কার্যত অসম্ভব। বাজির ব্যাগে অন্য কোনও বিস্ফোরক ছিল। জিলেটিন স্টিক এই বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষা করে দেখা হচ্ছে । ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন রাজ্যের তথ্য ও জনসংযোগ মন্ত্রী পার্থসারথী। পাশাপাশি দীপাবলিতে বাজি ব্যবহারের বিষয় সকলকে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি । ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন । বাজি বিক্রি থেকে শুরু করে এক জায়গা থেকে অন্য জায়গায় বাজি নিয়ে যাওয়ার উপর নজর রাখতে বলা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details