কটক, 29 ডিসেম্বর: যুগান্তকারী উদ্যোগ ওড়িশায় কারাগার ও সংশোধনাগাড় দফতরের ৷ বন্দিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ এই প্রকল্পের লক্ষ্য হাইওয়ে সংলগ্ন জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্প স্থাপন করা ৷ এই পাম্পগুলি পরিচালনা করার জন্য বন্দিদের প্রশিক্ষণ দেওয়াও হবে ৷ এই উদ্যোগ তাদের সমাজের মূল স্রোতে ফেরাতে সহায়তা করবে ৷ রবিবার এমনটাই জানিয়েছেন ডিজি (কারা) অরুণ কুমার রায়।
বন্দিদের দ্বারা পরিচালিত পেট্রোল পাম্প তৈরির জন্য সরকারি ক্ষেত্রে উদ্যোগের সঙ্গে অংশীদারিত্বের জন্য রাজ্য সরকারের পরিকল্পনার রূপরেখা তুলে ধরে, ডিজি (কারা) জানান, এই উদ্যোগটি প্রথম পর্যায়ে রাজ্যের 15টি বিভিন্ন স্থানে শুরু করা হবে ৷ কৌশলগত প্রশিক্ষণ দেওয়ার জন্য, যোগ্যতার নিরিখে বন্দিদের বেছে নেওয়া হবে ৷ জেল-মালিকানাধীন জমিতে পেট্রোল পাম্পের জন্য নির্বাচিত স্থানগুলির মধ্যে রয়েছে সম্বলপুর, কোরাপুট এবং আঙ্গুলের সার্কেল জেল; বোলাঙ্গির এবং জগৎসিংহপুর জেলা কারাগার এবং বেশ কয়েকটি উপ-সংশোধনাগার।