পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে প্রথম ! ওড়িশার দমকল বিভাগে যুক্ত হল 'K9 ডগ স্কোয়াড' - ODISHA INCLUDES K9 SQUAD DOG

স্কোয়াডে 10টি কুকুর রয়েছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর আওতায় তাদের 38 সপ্তাহের ট্রেনিং দেওয়া হয় ৷

ODISHA INCLUDES K9 SQUAD DOG
ওড়িশার দমকল বিভাগে K9 ডগ স্কোয়াড (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 2:34 PM IST

কটক, 29 ডিসেম্বর:দেশে প্রথম রাজ্য ! ওড়িশার দমকল বিভাগে যুক্ত করা হল বিশেষ 'K9 ডগ স্কোয়াড' ৷ স্কোয়াডে 10টি স্নিফার ডগ রয়েছে ৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 3 নম্বর ব্যাটেলিয়ানের আওতায় তাদের 38 সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷

দমকল কর্মীদের সঙ্গে কাজ করার আগে প্রবল ঘ্রাণশক্তি সম্পন্ন কুকুরদের মোট 56 সপ্তাহের প্রশিক্ষণের প্রয়োজন ৷ প্রাথমিক প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ায় আগামী 3 মাস তাদের ধ্বংসাবশেষের স্তূপ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ কার্যত, উদ্ধার ও ত্রাণকাজে দমকল কর্মীদের সাহায্যের জন্য কুকুরগুলিতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷

জানা গিয়েছে, ওড়িশার স্কোয়াডে 10টি কুকুরের মধ্য়ে রয়েছে ল্যাব্রেডরস্ ও বেলজিয়ান ম্যালিনিওস ৷ সকলের বয়স প্রায় 1 বছর ৷ ইতিমধ্য়েই, তাঁদের থাকার জন্য ব্যারাক তৈরির কাজও সম্পন্ন হয়েছে বলে খবর ৷ যে কোনও ধরনের মৃতকোষ শনাক্ত করতে সক্ষম এই স্নিফার ডগ ৷ ফলে, স্বাভাবিকভাবেই এদের উপস্থিতি দমকল কর্মীদের কাজ আরও সহজ ও সফল করে তুলবে ৷

ওড়িশা ফায়ার অ্যান্ড ডিজাস্টার রেসপন্স ইনস্টিটিউট (OFDRI)-এর অধ্যক্ষ নারাজ সত্যপির বেহেরা বলেন, "ভূমিকম্প ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকাজে বিশেষ এই কুকুরদের জুরি মেলা ভার ৷ তাদের প্রখর ঘ্রাণশক্তির সাহায্য়ে খুব সহজেই উদ্ধারকাজ সম্পন্ন করা যাবে ৷" সাধারণত উদ্ধারকাজের জন্য জার্মান শেফার্ড, ল্যাব্রেডর রিট্রিভার ও গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুর ব্যবহার করা হয় ৷ পরে তাদের কাজের উপর ভিত্তি করে পদক এমনকী, পদোন্নতিও হয় ৷

কিন্তু হঠাৎ এই কুকুরদের প্রয়োজন হল কেন ?

দমকল আধিকারিক দীনবন্ধু জেনা জানান, বহনাগা রেল দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ৷ সেই দুর্ঘটনার পর ধ্বংস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের ৷ উদ্ধারকাজ সম্পূর্ণ করতে 3 দিন সময় লাগে তাদের ৷ কিন্তু, সেই সময় বিশেষ এই স্নিফার ডগ স্কোয়াড থাকলে এই সমস্যা হত না ৷ আর সেই কারণে, দমকল বিভাগে K9 ডগ স্কোয়াড মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার ৷

উল্লেখ্য, গত অক্টোবর মাসে ওড়িশার দমকল বিভাগে 22টি অত্যাধুনিক 'ফায়ার ফাইটিং রোবোটিক মনিটর' মোতায়েন করা হয়েছে ৷ আগুন নিয়ন্ত্রণে প্রচণ্ড গরমেও কাজ করতে সক্ষম এই রোবটগুলি ৷

পড়ুন:ক্যানসার জয়ী মধুরিমার NEET সাফল্য ! রইল ব্যতিক্রমী লড়াইয়ের কাহিনি

ABOUT THE AUTHOR

...view details