নয়াদিল্লি, 17 অক্টোবর:অগ্রিম টিকিট কাটার নিয়মে বিরাট পরিবর্তন আসছে। এখন থেকে আর 120 দিন নয় 60 দিন আগে থেকে মিলবে টিকিট কাটার সুযোগ। 1 নভেম্বর থেকে দেশজুড়ে চালু হচ্ছে এই নতুন ব্যবস্থা।
মানে দীপাবলির সময় থেকেই বড় বদল আসছে ভারতীয় রেলে। তবে যাঁরা আগে থেকে টিকিট কেটেছেন তাঁদের উপর এই নিয়মের কোনও প্রভাব নেই।
মুখ্য জনসংযোগ আধিকারিকের বক্তব্য (ইটিভি ভারত) এতদিন দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের বুকিং শুরু হত চারমাস আগে। এবার থেকে তা হতে চলেছে 2 মাস । তেজস বা গোমতি এক্সপ্রেসের ক্ষেত্রে অবশ্য কোনও বদল আসছে না। রেল বোর্ডের আগের নিয়ম অনুসারে দূরপাল্লার টিকিটের ক্ষেত্রে অন্তত 120 দিন বা চার মাস আগেই টিকিট কেটে রাখতে হত । না হলে টিকট পাওয়ার সম্ভাবনা কমে যেত। এবার সেই চিন্তা খানিক কমবে। 60 দিন বা দুমাস আগে টিকিট রিজার্ভেশন করে রাখলেই চলবে। বিজ্ঞপ্তি জারি করে আর এমনটাই জানিয়েছে ভারতীয় রেল বোর্ড।
তবে এই নতুন নিয়মের ক্ষেত্রে কয়েকটি ব্যতিক্রমও থাকছে। ভারতীয় রেলের তরফে সেই তথ্যও জানানো হয়েছে-
- তেজস থেকে শুরু করে গোমতি এক্সপ্রেসের ক্ষেত্রে এই নতুন নিয়মের কোনও প্রভাব পড়বে না। তার কারণ এই ধরনের ট্রেনের ক্ষেত্রে রিজার্ভেশনের সময় এমনিতেই কম।
- বিদেশ থেকে আসা পর্যটকরা 1 বছর আগে ট্রেনে বুকিং করতে পারেন। সেই ব্যবস্থাও একই থাকছে।
- একই দিনে যাত্রা শেষ করে এমন ট্রেনের থেকে রিজার্ভেশনের এই নতুন নিয়ম কার্যকর নয়।
রেলের কর্তাদের মতে, এই পদক্ষেপটি যাত্রীদের আরও ভাল ভ্রমণের পরিকল্পনা করতে এবং সেই অনুযায়ী তাঁদের ট্রেনের টিকিট বুক করতে সাহায্য করবে। তাঁদের মনে হয়েছিল, আগাম যাত্রার পরিকল্পনা করার জন্য চার মাস খুব লম্বা সময়। এতদিন আগে টিকিট কাটার পর অনেক সময় তা বাতিল করতে হয়। এই কারণেই অগ্রিম সংরক্ষণের সময়সীমা 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে বলে রেলসূত্রে খবর।