পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রের শেষ প্রচারে কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার পরামর্শ বিরোধী জোটের

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ পর্যায়ে বুথ-ম্যানেজমেন্টের দিকে মনোনিবেশ করেছে বিরোধী জোট ৷ বাড়ি বাড়ি গিয়ে গ্যারান্টি কার্ড বিতরণের নির্দেশও দেওয়া হয়েছে।

MAHARASHTRA ASSEMBLY ELECTIONS
মহারাষ্ট্রের প্রচারাভিযান শেষ পর্যায়ে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

মুম্বই, 17 নভেম্বর: ভোট প্রচারের শেষ পর্যায়ে মহারাষ্ট্রের বিরোধী জোট ভোটার স্লিপ বিতরণ এবং ভোটারদের কাছে পৌঁছনো-সহ একাধিক কর্মসূচি নিয়েছে ৷ 20 নভেম্বর ভোটের দু'দিন আগে 18 নভেম্বর 288 আসনে প্রচার শেষ হবে।

বিরোধী জোটের সবচেয়ে বেশি সংখ্যক 102 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস ৷ প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং তেলেঙ্গানা থেকে দলীয় কর্মীদের জড়ো করে মহারাষ্ট্র জুড়ে সামাজিক কল্যাণ গ্যারান্টি কার্ডও বিতরণ করছে কংগ্রেস ৷

কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে ভোটের ময়দানে নামিয়েছে এআইসিসি ৷ কংগ্রেস রাজ্যের পশ্চিমাঞ্চল থেকে ভাল ফলের আশা করছে ৷ সেখানে 72টি আসন রয়েছে। পাশাপাশি 40 আসনের বিদর্ভতেও ফল ভালো হবে বলে আশা কংগ্রেসের।

গত 15 নভেম্বর এআইসিসি নেতা কেসি বেনুগোপাল বুথ-স্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কি না, তা নিশ্চিত করতে পর্যবেক্ষক এবং সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেছেন। বিদর্ভের পাশাপাশি একই ধরনের পর্যালোচনা মারাঠাওয়াড়া, মুম্বই এবং কোঙ্কন-সহ অন্যান্য অঞ্চলেও পরিচালিত হয়েছে ৷ রাজ্য কংগ্রেস নেতা চরণ সিং সাপ্রা বলেন, “এমভিএ-র পুরো ফোকাস এখন বুথ স্তরের কার্যক্রমের উপর রয়েছে ৷ যার মধ্যে গ্যারান্টি কার্ড বিতরণ এবং ভোটারদের কাছে পৌঁছানোর মতো বিষয় রয়েছে। প্রচার কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে ৷ আমরা যে প্রচার চালিয়েছি তা ফলাফলকে প্রভাবিত করবে বলেই মনে করছি ৷"

এদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি কর্মীদের বলেছেন, “প্রতিটি বাড়িতে গিয়ে হিন্দি এবং মারাঠি ভাষায় ছাপা গ্যারান্টি কার্ডগুলি বিতরণ করতে হবে। বিজেপি বিভিন্ন উপায়ে ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি নিজের কাজ করেন তাহলে আপনার আর কিছু করার দরকার নেই ৷” কয়েকদিন আগে, রেভান্থ আদিত্য ঠাকরের জন্য ওরলিতে এবং কংগ্রেস প্রার্থী জ্যোতি গায়কওয়াড়ের জন্য ধারাভিতে প্রচার করেন ৷

ABOUT THE AUTHOR

...view details