ETV Bharat / state

এসএসকেএম হাসপাতালে অচৈতন্য অবস্থায় উদ্ধার জুনিয়র চিকিৎসক - JUNIOR DOCTOR IN UNCONSCIOUS STATE

এসএসকেএম হাসপাতালের হস্টেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল এক জুনিয়র চিকিৎসককে। হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে ৷ তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকে ভালো।

SSKM Hospital in Kolkata
কলকাতার এসএসকেএম হাসপাতাল (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2024, 10:30 PM IST

কলকাতা, 17 নভেম্বর: আরজি করের ঘটনার 100 দিনে চাঞ্চল্য কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ হাসপাতালের এক জুনিয়র চিকিৎসককে অচেতন অবস্থায় উদ্ধার করা হল ৷ জানা গিয়েছে, তিনি হাউস স্টাফ হস্টেলে থাকতেন ৷ সেখানেই তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ৷ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালেরই সিসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে ৷

রবিবার রাতে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থা আগের থেকে ভালো ৷ কিন্তু কেন তিনি অচেতন হয়ে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয় ৷ তিনি এসএসকেএম হাসপাতালের স্নায়ু বিভাগের হাউস স্টাফ ৷

আরজি করের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রথম সারিতে তাঁকে দেখা যায়নি ৷ কিন্তু আন্দোলনে সামিল হয়েছিলেন এই জুনিয়র চিকিৎসক ৷ রবিবারই আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার একশোতম দিন ৷ সেদিনই হঠাৎ কেন এমন ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না অন্য জুনিয়র চিকিৎসকরাও ৷ তাঁদের একাংশের অনুমান, কোনও ওষুধের ওভারডোজ থেকেও এমন ঘটনা ঘটতে পারে ৷ সম্ভবত, সেই কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন জুনিয়র চিকিৎসক ৷

কিছুদিন আগে ঝাড়গ্রামে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় এক জুনিয়র চিকিৎসকের দেহ ৷ তিনি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন ৷ মৃত্যুর আগে তিনি তাঁর স্ত্রীকে হোয়্যাটসঅ্যাপে মেসেজ করেছিলেন ৷ সেখানে চিকিৎসকদের আন্দোলন সংক্রান্ত বিষয়ের উল্লেখ ছিল ৷ এছাড়া পরিবার-সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার কথাও স্ত্রীকে জানিয়েছিলেন ৷

গত 10 নভেম্বর আরজি কর হাসপাতালের নার্সিং হস্টেলের ঘর থেকে এক নার্সিং পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি হাতের শিরা কেটে ফেলেছিলেন ৷ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ এদিকে এদিনই আরজি করের তরুণী পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার 100 দিন ৷ তাঁর বিচারের দাবিতে মিছিল করেছে নাগরিক সমাজ, চিকিৎসকদের একাংশ ৷ তাতে অংশ নেন আরজি করের নির্যাতিতার বাবা-মাও ৷ তাঁরা আশাবাদী, মেয়ের হত্যার বিচার তাঁরা পাবেনই ৷

কলকাতা, 17 নভেম্বর: আরজি করের ঘটনার 100 দিনে চাঞ্চল্য কলকাতার এসএসকেএম হাসপাতালে ৷ হাসপাতালের এক জুনিয়র চিকিৎসককে অচেতন অবস্থায় উদ্ধার করা হল ৷ জানা গিয়েছে, তিনি হাউস স্টাফ হস্টেলে থাকতেন ৷ সেখানেই তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় ৷ তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালেরই সিসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে ৷

রবিবার রাতে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জুনিয়র চিকিৎসকের শারীরিক অবস্থা আগের থেকে ভালো ৷ কিন্তু কেন তিনি অচেতন হয়ে গিয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয় ৷ তিনি এসএসকেএম হাসপাতালের স্নায়ু বিভাগের হাউস স্টাফ ৷

আরজি করের ঘটনায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রথম সারিতে তাঁকে দেখা যায়নি ৷ কিন্তু আন্দোলনে সামিল হয়েছিলেন এই জুনিয়র চিকিৎসক ৷ রবিবারই আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার একশোতম দিন ৷ সেদিনই হঠাৎ কেন এমন ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না অন্য জুনিয়র চিকিৎসকরাও ৷ তাঁদের একাংশের অনুমান, কোনও ওষুধের ওভারডোজ থেকেও এমন ঘটনা ঘটতে পারে ৷ সম্ভবত, সেই কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন জুনিয়র চিকিৎসক ৷

কিছুদিন আগে ঝাড়গ্রামে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হয় এক জুনিয়র চিকিৎসকের দেহ ৷ তিনি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন ৷ মৃত্যুর আগে তিনি তাঁর স্ত্রীকে হোয়্যাটসঅ্যাপে মেসেজ করেছিলেন ৷ সেখানে চিকিৎসকদের আন্দোলন সংক্রান্ত বিষয়ের উল্লেখ ছিল ৷ এছাড়া পরিবার-সম্পর্ক নিয়ে দুশ্চিন্তার কথাও স্ত্রীকে জানিয়েছিলেন ৷

গত 10 নভেম্বর আরজি কর হাসপাতালের নার্সিং হস্টেলের ঘর থেকে এক নার্সিং পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, রুমমেটের সঙ্গে মনোমালিন্যের জেরে তিনি হাতের শিরা কেটে ফেলেছিলেন ৷ পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ এদিকে এদিনই আরজি করের তরুণী পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার 100 দিন ৷ তাঁর বিচারের দাবিতে মিছিল করেছে নাগরিক সমাজ, চিকিৎসকদের একাংশ ৷ তাতে অংশ নেন আরজি করের নির্যাতিতার বাবা-মাও ৷ তাঁরা আশাবাদী, মেয়ের হত্যার বিচার তাঁরা পাবেনই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.