মুম্বই, 17 নভেম্বর: বিজেপির তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ৷ রবিবার তিনি দাবি করেছেন, বেশ কয়েকটি বড় প্রকল্প গুজরাতে চলে যাওয়ার কারণে মহারাষ্ট্রের মানুষ চাকরি থেকে বঞ্চিত হয়েছেন।
20 নভেম্বরের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে রবিবার মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় একটি সমাবেশে বক্তব্য পেশ করেন প্রিয়াঙ্কা ৷ সেখানেই তিনি দাবি করেন, ক্ষমতাসীন জোটের নেতারা প্রকৃত বিষয়গুলি থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছেন ৷ সমাজে মেরুকরণেরও চেষ্টা করছেন। রাজ্য সরকারকে নিশানা করে প্রিয়াঙ্কা এও জানান, মহিলাদের নিজেদের উন্নত জীবনের কথা ভেবে ভোট দেওয়া উচিত ৷ কারণ সরকারের প্রতিশ্রুতি মতো তাঁরা মাসে 1500 টাকা পাচ্ছেন না।
কংগ্রেস নেত্রী আরও জানান, বিরোধী জোট ক্ষমতায় এলে সোয়াবিন ফসলের জন্য কৃষকদের প্রতি কুইন্টাল এমএসপি 7000 টাকা দেবে। একই সঙ্গে, মহারাষ্ট্র সরকারে 2.5 লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে বলেও দাবি করেছেন প্রিয়াঙ্কা ৷ ফক্সকন থেকে শুরু করে এয়ারবাসের মতো প্রকল্প গুজরাটে স্থানান্তরের কারণে রাজ্যের মানুষ চাকরি থেকে বঞ্চিত হয়েছে বলেও দাবি তাঁর ৷ তিনি বলেন, "মানুষ চেষ্টা করছে। নতুন দক্ষতা রপ্ত করছেন। কিন্তু তাঁরা এখনও চাকরি পাচ্ছে না।"
পাশাপাশি তিনি আরও বলেন, "এই দেশে, একমাত্র আদানিই সত্যিকারের নিরাপদ। দেশ জানে যে আদানিই একমাত্র ব্যক্তি যাঁর সরকারি কোষাগারে প্রবেশাধিকার রয়েছে ৷ যেখানে সাধারণ নাগরিকরা সংগ্রাম করছেন ৷" কংগ্রেস নেত্রী আরও দাবি করেছেন, বিমানবন্দর, বন্দর এবং বিভিন্ন বড় কোম্পানি আদানির নিয়ন্ত্রণে ৷ তাঁর অভিযোগ, একজন ব্যক্তির কথা মাথায় রেখে সরকারি নীতি তৈরি করা হচ্ছে। তিনি বলেন, "জাতীয় সম্পদ এক ব্যক্তির জন্য বরাদ্দ না করে সরকারের উচিত কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগী হওয়া ৷ "