মুম্বই, 27 জুলাই:অতিভারী বৃষ্টিতে ভাসছে মুম্বই ৷ ভেঙে পড়ল চারতলা বাড়ি ৷ শনিবার নবি মুম্বইয়ের বেলাপুরের শাহবাজ গাওয়াতিল এলাকার ঘটনা ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ ৷ যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া দু’জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ আটকে থাকা আরেকজনের খোঁজ চলছে ৷
নভি মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, আটকে পড়া দু’জনকে উদ্ধার করা হয়েছে ৷ এই বিল্ডিংটি-তে 26টি পরিবারের বসবাস করত ৷ আশঙ্কা করা হচ্ছে, যে ভবনটি ধসে পড়ার সময় কিছু লোক ভিতরে ছিল। নবি মুম্বইয়ের বেলাপুরের শাহাবাজ গ্রামের ভেঙে পড়া বসত বাড়িটি 15 থেকে 16 বছরের পুরনো ৷ এটির কোনও অনুমোদন ছিল না পৌরনিগমের ৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় কোনও প্রাণহানী হয়নি বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিস সূত্রে ৷