পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

20 কোটির অনিয়ম ! ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি আজহার - AZHARUDDIN APPEARS BEFORE ED

আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় মহম্মদ আজহারউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে ইডি ৷ হায়দরাবাদের উপল স্টেডিয়ামের বেশ কিছু সামগ্রী কেনার ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ৷

AZHARUDDIN APPEARS BEFORE ED
মহম্মদ আজহারউদ্দিন ৷ (ছবি- পিটিআই)

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 1:16 PM IST

Updated : Oct 8, 2024, 1:52 PM IST

হায়দরাবাদ, 8 অক্টোবর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি মহম্মদ আজহারউদ্দিন ৷ মঙ্গলবার সকালে প্রাক্তন ভারত অধিনায়ক তথা কংগ্রেস সাংসদ হায়দরাবাদের ফতেহ ময়দানের দফতরে পৌঁছান ৷ মূলত, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন তাঁর বিরুদ্ধে 20 কোটি টাকার তছরুপের অভিযোগ উঠেছে ৷

উল্লেখ্য, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপল স্টেডিয়ামের জন্য মোট 20 কোটি টাকার সামগ্রী কেনা হয়েছিল ৷ অভিযোগ, সেখানে বেশকিছু আর্থিক অনিয়ম ধরা পড়েছে ৷ যেহেতু আজহারউদ্দিন সেই সময় এইচসিএ-র সভাপতি ছিলেন, তাই পুরো বিষয়টিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷

তবে, প্রাক্তন ভারত অধিনায়ককে গত 3 অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি ৷ সেই সময় আজহার নিজেই ইডি-র কাছে আবেদন করে জিজ্ঞাসাবাদের দিন পিছতে বলেছিলেন ৷ তাঁর অনুরোধে ইডি আধিকারিকরা আজ তাঁকে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছিল ৷ সেই মতো তিনি আজ হাজিরা দেন ৷

মহম্মদ আজহারউদ্দিনের সময়কালে এই অনিয়মের অভিযোগের বিরুদ্ধে গতবছর নভেম্বর মাস থেকে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ ইডি সূত্রের খবর, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন মহম্মদ আজহারউদ্দিনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ৷

তবে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন 61 বছরের আজহার ৷ তিনি পালটা দাবি করেছেন, সমস্ত অভিযোগ 'মিথ্যে' এবং 'উদ্দেশ্য প্রণোদিত' ৷ এই সব অভিযোগের পুরোটাই একটা রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো হয়েছে ৷ তাঁর ভাবমূর্তি নষ্ট করতে প্রতিপক্ষ শিবিরের চক্রান্ত বলে দাবি করেছিলেন আজহারউদ্দিন ৷ তবে, ইডি-র তলবের পর এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি কংগ্রেসের সাংসদ ৷

Last Updated : Oct 8, 2024, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details