নয়াদিল্লি, 29 জুন: জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জন্য সুখবর ! বাহিনীর প্রত্যেক সদস্যের কঠোর পরিশ্রম এবং কাজের ঝুঁকিকে মান্যতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এনডিআরএফ-এর প্রত্যেক সদস্য এবার থেকে তাঁদের বেতনের 40 শতাংশ 'আরএ' বা 'ঝুঁকি ভাতা' পাবে ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘোষণা করেছেন ৷ উল্লেখ্য, হিমাচলপ্রদেশের 21 হাজার 625 ফুট উচ্চতার মাউন মানিরংগ জয় করেছে এনডিআরএফ-এর 35 সদস্যের একটি দল ৷ আজ তাঁদের অভিবাদন জানান হয় ৷ সেখানেই এই ঘোষণা করেন অমিত শাহ ৷
সম্প্রতি 'বিজয়' নামে একটি অভিযান চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 35 সদস্যের একটি দল ৷ সেই অভিযানের সাফল্য উদযাপনে এই ঘোষণা করা হয়েছে ৷ উল্লেখ্য, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সকল 16 হাজার সদস্য এই সুবিধা পাবেন ৷ অমিত শাহ বলেন, "গতকালই কেন্দ্রীয় সরকার এনডিআরএফ-এর 40 শতাংশ রিস্ক অ্যান্ড হার্ডশিপ অ্যালাওয়েন্স অনুমোদন করেছে ৷ এটা এনডিআরএফ-এর দীর্ঘদিনের দাবি ছিল, বাহিনীর সকল 16 হাজার সদস্য এই সুবিধা পাবেন ৷"