কাওয়ার্ধা (ছত্তিশগড়), 20 মে: ছত্তিশগড়ে তেঁতুল পাতা নিয়ে ফেরার সময় 20 ফুট খাদে উলটে গেল ডাম্পার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 19 জনের ৷ আহত হয়েছেন 8 জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন 17 জন মহিলাও ৷ জানা গিয়েছে, ওই ডাম্পারে মোট 25 জন আদিবাসী যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলে বাইগা আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ার্ধার কুকদুর থানা এলাকার বাহপানি গ্রামের কাছে। ঘটনায় মৃতদের পরিবার-পিছু 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আহতদেরও 50 হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
সেমহারা গ্রামের বাইগা আদিবাসী সম্প্রদায়ের লোকজন জঙ্গল থেকে তেঁতুল ও তেঁতুল পাতা নিয়ে ফিরছিলেন। ফেরার সময় তাদের ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে 20 ফুট গর্তে গিয়ে পড়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন 7 জন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই, পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।