পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

400% বেড়েছে খাদির বিক্রি, ‘মন কি বাতে’ দেশীয় শিল্পের জয়গান মোদির গলায় - Mann Ki Baat - MANN KI BAAT

Mann Ki Baat: খাদি এবং তাঁতের ক্রমবর্ধমান বিক্রি বিপুল সংখ্যক নতুন কাজের সুযোগ তৈরি করছে ৷ ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশীয় শিল্পের প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

NARENDRA MODI
দেশীয় শিল্পের জয়গান মোদির গলায় (ইটিভি ভারত)

By PTI

Published : Jul 28, 2024, 2:28 PM IST

নয়াদিল্লি, 28 জুলাই: রবিবার মন কি বাতের 112তম এপিসোডের বেশিরভাগটা নরেন্দ্র মোদি দিলেন খাদি ও তাঁতের প্রচারে ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, খাদি গ্রামদ্যোগের ব্যবসা প্রথমবারের মতো 1.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে ৷ একই সঙ্গে তিনি জানান, খাদি এবং তাঁতের ক্রমবর্ধমান বিক্রয় বিপুল সংখ্যক নতুন কাজের সুযোগ তৈরি করছে ।

তিনি বলেন, ‘‘বহু মানুষ যারা আগে খাদির পণ্য ব্যবহার করতেন না, তাঁরা এখন গর্বের সঙ্গে তা পরেন । খাদি গ্রামোদ্যোগের ব্যবসা প্রথমবারের মতো 1.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে । কয়েক বছরে খাদির বিক্রি 400 শতাংশ কতটা বেড়েছে । খাদি এবং তাঁতের ক্রমবর্ধমান বিক্রি বিপুল সংখ্যক নতুন কাজের সুযোগ তৈরি করছে ৷’’

শুধু কাজের সুযোগই নয়, মোদির মুখে এদিন উঠে এসেছে নারী ক্ষমতায়নের প্রসঙ্গও ৷ তিনি বলেন, ‘‘বেশিরভাগ মহিলারা এই শিল্পের সঙ্গে যুক্ত ৷ তাই তাঁরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন ৷’’ দেশবাসীকে খাদির পণ্য ব্যবহারের আবেদনও জানান তিনি ৷ প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনার কাছে অবশ্যই বিভিন্ন ধরণের পোশাক রয়েছে ৷ কিন্তু এখনও পর্যন্ত আপনি খাদি কাপড় না-কিনে থাকেন, তবে সেগুলি কেনা শুরু করুন ৷ সামনেই জাতীয় তাঁত দিবস ৷ সেদিন থেকেই খাদি এবং তাঁতের তৈরি জামা-কাপড় পড়া শুরু করুন ৷’’

‘মন কি বাত’-এর রেডিয়ো সম্প্রচারে এদিন অলিম্পিক্সে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সমর্থন করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি জানান, ম্যাথ অলিম্পিয়াডে 4টি সোনা, 1টি রুপো পেয়েছে দেশ ৷ পদকধারী আদিত্য গণেশ, সিদ্ধার্থ চতুর্বেদী, অর্জুন গুপ্ত, কনজ তলওয়ার, রুশিল মাথুর, আনন্দ ভাদুরী এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শো’য়ে ৷

ABOUT THE AUTHOR

...view details