লখনউ/প্রয়াগরাজ, 30 জানুয়ারি: মৌনী অমাবস্যায় বুধবার মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনার পর সতর্ক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ মহাকুম্ভে ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা-সহ একগুচ্ছ নির্দেশিকা জারি করল যোগী সরকার ৷
উত্তরপ্রদেশ সরকার এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, 2019 সালের কুম্ভের সময় প্রয়াগরাজের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা আশিস গোয়েল এবং এডিএ'র প্রাক্তন ভাইস চেয়ারম্যান ভানু গোস্বামীকে আরও জোরদার ব্যবস্থা করার করার জন্য নির্দেশ দিয়েছেন যোগী ৷
তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে । বৃহস্পতিবার সকাল থেকেই ঘাটে স্নান করছেন ভক্তরা । বুধবার 7.64 কোটিরও বেশি ভক্ত স্নান করেছেন । মঙ্গলবার পর্যন্ত মোট 19 কোটি 94 লাখ ভক্ত সঙ্গমে স্নান করেছেন । পরবর্তী অমৃতস্নান নিয়ে মুখ্যমন্ত্রী জানান, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন ফের অমৃতস্নানের তিথি রয়েছে ৷ মহাকুম্ভের পুণ্যস্নানের পর লক্ষাধিক ভক্ত বারাণসী এবং অযোধ্যা ভ্রমণ করে ফিরছেন ৷ সুতরাং, সেই জায়গাগুলিতেও পুণ্যার্থীদের সুবিধার্থে যথাযথ ব্যবস্থা রাখতে হবে ৷
পদপিষ্টের ঘটনার পর ফের স্বাভাবিক মহাকুম্ভ (ইটিভি ভারত) মুখ্যমন্ত্রী যোগীর দেওয়া মহাকুম্ভের নয়া নির্দেশিকা :
1. মহাকুম্ভে সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । ভিভিআইপি পাস বাতিল করা হয়েছে এবং কোনও বিশেষ পাস দিয়ে যানবাহন প্রবেশ করতে পারবে না ।
2. প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলা সীমান্তে থামানো হচ্ছে ৷ 4 ফেব্রুয়ারি পর্যন্ত শহরে চারচাকা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷
3. নির্দেশিকায় বলা হয়েছে, মেলা এলাকায় ভিড়ের চাপ যেন না বাড়ে ৷ রাস্তায় কোনও জ্যাম না হয় ৷
4. হকাররা রাস্তায় বসলেও তাতে যেন ট্রাফিক প্রভাবিত না হয় ৷ কোনও ক্ষেত্রে সমস্যা হলে হকারদের খালি জায়গায় স্থানান্তরিত করার ব্যবস্থা করতে হবে ৷ মেলায় আগত পুণ্যার্থীদের অহেতুক থামানো যাবে না ৷
5. মেলায় টহল বাড়াতে হবে পুলিশ আধিকারিকদের ৷ অযোধ্যা-প্রয়াগরাজ, কানপুর-প্রয়াগরাজ, ফতেহপুর-প্রয়াগরাজ, লখনউ-প্রতাপগড়-প্রয়াগরাজ এবং বারাণসী-প্রয়াগরাজের মতো রুটগুলিতে যান চলাচল যেন বন্ধ না হয় তা দেখতে হবে ৷ প্রয়াগরাজ থেকে ফিরতি পথগুলি সব খোলা ও বাধাহীন রাখতে হবে ৷
6. বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে পুণ্যার্থীদের এগিয়ে যেতে দিতে হবে ৷ মেলা চত্বরে তারা যেখানেই থামুক না কেন, সমস্ত হোল্ডিং এলাকায় খাবার ও পানীয় জলের যথাযথ ব্যবস্থা করতে হবে ৷ এই এলাকাগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে হবে ৷
7. লক্ষ লক্ষ ভক্ত মহাকুম্ভ থেকে বেরিয়ে পরের দুই দিনে বারাণসী, অযোধ্যা, চিত্রকূট এবং মির্জাপুরে যাচ্ছেন । পরিস্থিতি অনুযায়ী এই শহরগুলিতে ক্রমাগত সতর্কতা অবলম্বন করতে হবে ৷ পরিস্থিতি দেখে তাদের এগিয়ে যাওয়ার জন্য সীমান্ত পয়েন্টগুলিতে হোল্ডিং এরিয়া তৈরি করতে হবে ।
8. মেলা এলাকায় যথাযথ পার্কিং ব্যবস্থা নিশ্চিত করতে কার্যকরভাবে ব্যারিকেড ব্যবহার করতে হবে ৷ প্রবল ভিড় সামলাতে পরিবহণ কর্পোরেশন থেকে আরও বিশেষ ট্রেন এবং অতিরিক্ত বাস চালানোর জন্য বলা হয়েছে ।
মুখ্যসচিব এবং পুলিশের ডিরেক্টর জেনারেলকে বৃহস্পতিবার মহাকুম্ভ মেলার ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করতে বলেছেন আদিত্যনাথ ৷ তিনি জানান, বসন্ত পঞ্চমীর অমৃত স্নানের জন্য নির্বিঘ্ন ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপত্তা এবং জনসাধারণের সুবিধার প্রতিটি দিক সাবধানে পরীক্ষা করা উচিত ৷ এর জন্য বর্তমান এডিজি এবং প্রয়াগরাজের জেলা ম্যাজিস্ট্রেটকে অবশ্যই প্রত্যেক ভক্তের মহাকুম্ভে আসা-যাওয়া নিরাপদ ও সুন্দর করতে হবে ৷ অপারেশন তদারকি করার জন্য পাঁচজন বিশেষ সচিব পর্যায়ের কর্মকর্তা নিয়োগ করা হয়েছে । যাঁরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবস্থাগুলিকে সুবিন্যস্ত করতে প্রয়াগরাজে থাকবেন । এছাড়াও উন্নত ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তাদেরও মোতায়েন করা হবে ৷
বুধে পদপিষ্টের ঘটনার পর বৃহস্পতিতে মহাকুম্ভের পরিস্থিতি (ইটিভি ভারত) বুধবার মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভের সঙ্গম এলাকায় প্রাক ভোরে অমৃত স্নানের সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 90 জন ৷ এই ঘটনায় এডিজি এবং প্রয়াগরাজের জেলা ম্যাজিস্ট্রেটের আপডেট পর্যালোচনা করার পরে মুখ্যমন্ত্রী মেলা এলাকায় উচ্চতর সতর্কতা এবং সতর্কতার প্রয়োজনীয়তার উপর জোর দেন ৷