পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভেঙে পড়ল বহুতল, প্রাণ গেল 5 জনের - Building Collapse - BUILDING COLLAPSE

Lucknow building collapse: লখনউয়ে বহুতল ভেঙে প্রাণ গেল কমপক্ষে পাঁচজনের । পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। রাত পর্যন্ত চলছে উদ্ধার কাজ ।

Lucknow building collapse
বহুতল ভেঙে প্রাণ গেল কমপক্ষে পাঁচজনের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2024, 9:56 PM IST

Updated : Sep 7, 2024, 11:04 PM IST

লখনউ, 7 সেপ্টেম্বর: আবার ভেঙে পড়ল বহুতল। তার জেরে প্রাণ গেল কমপক্ষে পাঁচজনের। আহত হলেন প্রায় 30 জন। জানা গিয়েছে, শনিবার বিকেল পাঁচটা নাগাদ শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে। তার জেরেই প্রাণ হারান এই পাঁচজন। রাজ্যের ত্রাণ কমিশনার জানিয়েছেন, আহতদের লোকবন্ধু হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

মৃতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গিয়েছে । এঁরা হলেন পঙ্কজ তিওয়ারি, ধীরজ গুপ্তা এবং অনু সোঙ্কার । বাকি দু'জনের পরিচয় জানার কাজ শুরু হয়েছে । একটি সূত্রের দাবি, আপাতত ওই বহুতলটি গুদাম হিসেবে ব্যবহৃত হত । নীচে আছে গ্যারেজ । ওষুধের গুদাম আছে একতলায় । তার উপরের তলায় রান্নার বিভিন্ন সামগ্রী রাখার গুদাম আছে ।

বছর চারেক আগে তৈরি বাড়িটিতে গত কয়েকদিন ধরে কিছু সংস্কারের কাজ চলছিল । ঠিক সেই সময় বাড়িটি ভেঙে পড়ল। রাত পর্যন্ত উদ্ধারের কাজ চলছে । ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন প্রশাসনের শীর্ষ কর্তারা । ত্রাণ কমিশনার জিএস নবীন কুমার জানান, এনডিআরএফের পাশাপাশি এসডিআরএফও উদ্ধারের কাজ করছে । এদিকে, পরিস্থিতি কেমন তা জানতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । পাশাপাশি প্রশাসনের আধিকারিকদের থেকে ঘটনার খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

মাত্র কয়েকদিন আগে অতিভারী বৃষ্টিতে মুম্বইতে ভেঙে পড়ে একটি চারতলা বাড়ি ৷ নবি মুম্বইয়ের বেলাপুরের শাহবাজ গাওয়াতিল এলাকার ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও পুলিশ ৷ যুদ্ধকালীন তৎপরতায় আটকে পড়া দু’জনকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ এবার আবার নবাবের শহরে বাড়ি ভেঙে পড়ল । প্রাণ গেল কমপক্ষে পাঁচজনের।

Last Updated : Sep 7, 2024, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details