হায়দরাবাদ, 6 এপ্রিল:লোকসভা নির্বাচনে এবার বহিঃশত্রুর হানা ! তাও আবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে ৷ এমনই সতর্কবার্তা দিল মাইক্রোসফট সংস্থা ৷ আর এর পিছনে রয়েছে চিন ও উত্তর কোরিয়া ৷ অর্থাৎ, শি জিনপিং এবং কিম জং উন প্রশাসন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, তারা এআই জেনারেটেড বেশ কিছু সাইবার অবজেক্টের হদিস পেয়েছে ৷ সেগুলিকে দেখে মনে করা হচ্ছে, 19 এপ্রিল থেকে শুরু হতে চলা লোকসভা নির্বাচনকে প্রভাবিত করা হতে পারে ৷
তবে, শুধু ভারতের সাধারণ নির্বাচন নয় ৷ আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনও এআই-জেনারেটেড কনটেন্ট দ্বারা প্রভাবিত হতে পারে ৷ কীসের ভিত্তিতে এই দাবি করছে মাইক্রোসফট ? সংস্থার 'থ্রেট ইন্টেলিজেন্স' জানিয়েছে, বিশ্বের কয়েকটি দেশে আসন্ন বড় নির্বাচনগুলিকে প্রভাবিত করার জন্য, এআই জেনারেটেড কনটেন্টের মাধ্যমে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করবে ৷ তবে, এর মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার সম্ভাবনা খুবই কম ৷
মাইক্রোসফট দাবি করেছে, মিম, ভিডিয়ো এবং অডিয়োর মাধ্যমে বিভিন্ন এআই কনটেন্টগুলিকে ব্যবহার করে বিভিন্ন পরীক্ষা চালিয়ে যাচ্ছে চিন ৷ ফলে ভবিষ্য়তে বিভিন্ন বড় নির্বাচনকে প্রভাবিত করতে সফল হতে পারে ড্রাগন কান্ট্রি ৷ মাইক্রোসফটের 'থ্রেট ইন্টেলিজেন্স' একটি প্রতিবেদনের মাধ্যমে এটিকে প্রকাশ করেছে ৷ যার নাম দেওয়া হয়েছে, 'সেম টার্গেট, নিউ প্লেবুকস'৷