ETV Bharat / state

পিছনের মাথাদের কি শাস্তি হবে না...! আরজি কর রায়ে প্রশ্ন সাধারণের - RG KAR RAPE AND MURDER VERDICT

বিচারের নামে প্রহসনের অভিযোগ সাধারণ মানুষের ৷ তবুও, বিচার ব্যবস্থায় আস্থা রাখতে হবে, বলছে রাজ্যবাসী ৷

RG KAR RAPE AND MURDER VERDICT
আরজি কর-কাণ্ডে মূলচক্রীদের শাস্তি কবে হবে ? প্রশ্ন তুললেন নাগরিকরা ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2025, 8:59 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: আরজি কর-কাণ্ডে শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত ৷ কিন্তু, শুধুই কি সঞ্জয় রায় ? জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের যেমন এই প্রশ্ন ৷ সেই একই প্রশ্ন তুলে দিল রাজ্যবাসীও ৷ আদতে কি বিচার পেলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসক ! কলকাতা পুলিশ, সিবিআই, তদন্ত প্রক্রিয়া ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন জনসাধারণের মনে ৷

সোমবার দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদলতের বিচারক ৷ তার আগে এ দিনের রায় নিয়ে কলকাতা শহর ও রাজ্যের নাগরিকদের প্রতিক্রিয়া জানতে ময়দানে নেমেছিল ইটিভি ভারত ৷ তেমনই এক নাগরিক অলোক সরকার কটাক্ষের সুরে বললেন, "কভার-আপ অফ দ্য সেঞ্চুরি ! দিনে দুপুরে যেভাবে ডাকাতি হল কিছু বলার নেই ৷ লক্ষ-লক্ষ মানুষ রাস্তায় নামল বিচারের দাবিতে ৷ কিন্তু, বিচার ব্যবস্থা বলুন বা বিচার প্রক্রিয়া, তার উপর কোনও প্রভাবই পড়ল না ৷ আর এই পুরো বিষয়টির কভার-আপের পিছনে যাঁরা আছেন, তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে ৷ কিন্তু, রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র আজ পর্যন্ত দেয়নি ৷"

আরজি কর-কাণ্ডে মূলচক্রীদের শাস্তি কবে হবে ? প্রশ্ন তুললেন নাগরিকরা ৷ (ইটিভি ভারত)

আরেক শহরবাসী জয়শ্রী হেমব্রম, তাঁর কথায়, "আজকের রায়ের পর অবশ্যই সঞ্জয় রায়ের ফাঁসি চাই ৷ কিন্তু, আরও খুশি হতাম পুরো ঘটনার পিছনে থাকা আসল মাথারা শাস্তি পেলে ৷ আশা করব, সেই দিনটাও আসবে ৷"

এ দিনের রায়ে নিরাশ শোনাল অধিকাংশ মানুষকেই ৷ সবার মুখে এক অভিযোগ, তদন্তের নামে প্রহসন হয়েছে ৷ এ নিয়ে অভিষেক দাস নামে এক ব্যক্তি বলেন, "আজকে যে রায় বেরিয়েছে, তা আদতে বিচার ব্যবস্থার লজ্জা ৷ আমি যত ভালোই রাঁধুনি দিই না-কেন, তাঁকে যদি খিচুড়ির উপকরণ এনে দিই, তাহলে সেই রাঁধুনি কখনই পোলাও রান্না করতে পারবেন না ৷ স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থার সামনে যা তথ্যপ্রমাণ দিয়েছে, তার উপরেই রায়দান হয়েছে ৷ সিবিআইয়ের কী ভূমিকা, বলব কোনও ভূমিকাই নেই ৷ পুলিশ যা করেছে, সেটাকেই ফলো করে গিয়েছে ৷"

নামপ্রকাশে অনিচ্ছুক এক ষাটোর্ধ্ব ব্যক্তি জানালেন, তিনি তদন্ত প্রক্রিয়া এবং রায়ে একেবারেই খুশি নন ৷ তবে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা তিনি খোয়াতে চান না ৷ তিনি বলেন, "কী বলব বলুন তো, যা হল-তা ভালো হল না ৷ বিচারের নামে প্রহসন হল ৷ কিন্তু, বিচার ব্যবস্থায় আমার ভরসা ও বিশ্বাস আছে ৷"

একইভাবে হুগলির বাসিন্দা কৌস্তভ সাহাও মনে করেন, শুধুমাত্র সঞ্জয় রায় নয় ৷ পুরো ঘটনার পিছনে থাকা মাথাদের শাস্তির হওয়া উচিত ৷ তাঁর বক্তব্য, "জুনিয়র ডাক্তার, তিলোত্তমা মা-বাবা এবং আমরা সাধারণ মানুষ এতদিন ধরে যে আন্দোলন করেছি, তারপরেও যেটা হয়েছে সেটা বিচার নয় ৷ বিচারের নামে প্রহসন হয়েছে ৷ সিবিআই যখন এর তদন্তভার নিল, প্রথমবার সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল, তখন সুপ্রিম কোর্টও বলেছে, আমরা এত বড় প্রাতিষ্ঠানিক অপরাধ দেখিনি ৷ কিন্তু, এতকিছুর পরেও যখন আজ রায় বেরোল, দেখা গেল সেই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হল ৷ আমরা আবারও বলছি, সঞ্জয় রায় একা দোষী হতে পারে না ৷ এর পিছনে আরও অনেকে রয়েছে ৷ তাঁদেরও শাস্তি চাই ৷"

কলকাতা, 18 জানুয়ারি: আরজি কর-কাণ্ডে শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত ৷ কিন্তু, শুধুই কি সঞ্জয় রায় ? জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার বাবা-মায়ের যেমন এই প্রশ্ন ৷ সেই একই প্রশ্ন তুলে দিল রাজ্যবাসীও ৷ আদতে কি বিচার পেলেন আরজি করের নির্যাতিতা চিকিৎসক ! কলকাতা পুলিশ, সিবিআই, তদন্ত প্রক্রিয়া ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে হাজারো প্রশ্ন জনসাধারণের মনে ৷

সোমবার দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদলতের বিচারক ৷ তার আগে এ দিনের রায় নিয়ে কলকাতা শহর ও রাজ্যের নাগরিকদের প্রতিক্রিয়া জানতে ময়দানে নেমেছিল ইটিভি ভারত ৷ তেমনই এক নাগরিক অলোক সরকার কটাক্ষের সুরে বললেন, "কভার-আপ অফ দ্য সেঞ্চুরি ! দিনে দুপুরে যেভাবে ডাকাতি হল কিছু বলার নেই ৷ লক্ষ-লক্ষ মানুষ রাস্তায় নামল বিচারের দাবিতে ৷ কিন্তু, বিচার ব্যবস্থা বলুন বা বিচার প্রক্রিয়া, তার উপর কোনও প্রভাবই পড়ল না ৷ আর এই পুরো বিষয়টির কভার-আপের পিছনে যাঁরা আছেন, তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে ৷ কিন্তু, রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র আজ পর্যন্ত দেয়নি ৷"

আরজি কর-কাণ্ডে মূলচক্রীদের শাস্তি কবে হবে ? প্রশ্ন তুললেন নাগরিকরা ৷ (ইটিভি ভারত)

আরেক শহরবাসী জয়শ্রী হেমব্রম, তাঁর কথায়, "আজকের রায়ের পর অবশ্যই সঞ্জয় রায়ের ফাঁসি চাই ৷ কিন্তু, আরও খুশি হতাম পুরো ঘটনার পিছনে থাকা আসল মাথারা শাস্তি পেলে ৷ আশা করব, সেই দিনটাও আসবে ৷"

এ দিনের রায়ে নিরাশ শোনাল অধিকাংশ মানুষকেই ৷ সবার মুখে এক অভিযোগ, তদন্তের নামে প্রহসন হয়েছে ৷ এ নিয়ে অভিষেক দাস নামে এক ব্যক্তি বলেন, "আজকে যে রায় বেরিয়েছে, তা আদতে বিচার ব্যবস্থার লজ্জা ৷ আমি যত ভালোই রাঁধুনি দিই না-কেন, তাঁকে যদি খিচুড়ির উপকরণ এনে দিই, তাহলে সেই রাঁধুনি কখনই পোলাও রান্না করতে পারবেন না ৷ স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থার সামনে যা তথ্যপ্রমাণ দিয়েছে, তার উপরেই রায়দান হয়েছে ৷ সিবিআইয়ের কী ভূমিকা, বলব কোনও ভূমিকাই নেই ৷ পুলিশ যা করেছে, সেটাকেই ফলো করে গিয়েছে ৷"

নামপ্রকাশে অনিচ্ছুক এক ষাটোর্ধ্ব ব্যক্তি জানালেন, তিনি তদন্ত প্রক্রিয়া এবং রায়ে একেবারেই খুশি নন ৷ তবে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা তিনি খোয়াতে চান না ৷ তিনি বলেন, "কী বলব বলুন তো, যা হল-তা ভালো হল না ৷ বিচারের নামে প্রহসন হল ৷ কিন্তু, বিচার ব্যবস্থায় আমার ভরসা ও বিশ্বাস আছে ৷"

একইভাবে হুগলির বাসিন্দা কৌস্তভ সাহাও মনে করেন, শুধুমাত্র সঞ্জয় রায় নয় ৷ পুরো ঘটনার পিছনে থাকা মাথাদের শাস্তির হওয়া উচিত ৷ তাঁর বক্তব্য, "জুনিয়র ডাক্তার, তিলোত্তমা মা-বাবা এবং আমরা সাধারণ মানুষ এতদিন ধরে যে আন্দোলন করেছি, তারপরেও যেটা হয়েছে সেটা বিচার নয় ৷ বিচারের নামে প্রহসন হয়েছে ৷ সিবিআই যখন এর তদন্তভার নিল, প্রথমবার সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিল, তখন সুপ্রিম কোর্টও বলেছে, আমরা এত বড় প্রাতিষ্ঠানিক অপরাধ দেখিনি ৷ কিন্তু, এতকিছুর পরেও যখন আজ রায় বেরোল, দেখা গেল সেই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হল ৷ আমরা আবারও বলছি, সঞ্জয় রায় একা দোষী হতে পারে না ৷ এর পিছনে আরও অনেকে রয়েছে ৷ তাঁদেরও শাস্তি চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.