নয়াদিল্লি, 27 মার্চ: লোকসভা নির্বাচন চলাকালীন তাপপ্রবাহের সতর্কতা জারি করল মৌসম ভবন ৷ আর তারপরেই ভারতের নির্বাচন কমিশনের তরফে একটি অ্যাডভাইজারি বা নির্দেশিকা জারি করা হয়েছে ৷ মৌসম ভবন জানিয়েছে, মার্চ-জুন দেশের প্রায় অধিকাংশ রাজ্যে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র তাপপ্রবাহ শুরু হবে ৷ আর এই সময় দেশজুড়ে চলবে লোকসভা নির্বাচন ৷ 19 এপ্রলি থেকে 1 জুন পর্যন্ত নির্বাচন চলবে ৷ ফলপ্রকাশ হবে আগামী 4 জুন ৷
নির্বাচন কমিশনের প্রকাশিত নির্দেশিকায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচক আধিকারিকদের উল্লেখ করে, কী কী করণীয় ও কী কী করবে না, তা জানিয়েছে ৷ সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জারি করা নির্দেশগুলি উল্লেখ করা হয়েছে ৷ তাপপ্রবাহ চলাকালীন তার খারাপ প্রভাব বা মৃত্যুর মতো বিষয় এড়াতে কী করতে হবে ? সে সম্পর্কে নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন ৷
নির্বাচন কমিশন সকল নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে, প্রতিটি বুথে প্রবেশ ও বাহির দ্বার আলাদা রাখতে হবে ৷ যাতে ভোট কেন্দ্রের ভিতরে হাওয়া চলাচল স্বাভাবিক থাকে ৷ এই বিষয়টি যাতে মেনে চলা হয়, তা মুখ্য নির্বাচন আধিকারিককে নিশ্চিত করতে হবে ৷ সেই সঙ্গে ভোট কেন্দ্রগুলি গ্রাউন্ড ফ্লোরে রাখা বাধ্যতামূলক ৷ যাতে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কোনও সমস্যা না হয় ৷ ভোট কেন্দ্রে পানীয় জলের সংস্থান যথেষ্ট পরিমাণে রাখতে বলা হয়েছে ৷
ভারতের নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, "কমিশন সিইও/ডিইওদের নির্দেশ দিয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে ন্যূনতম সুযোগ-সুবিধাগুলি যাতে থাকে, তা নিশ্চিত করতে হবে ৷ পাকাপাকিভাবে সেগুলি ব্যবস্থা ভোট কেন্দ্রে রাখার জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে ৷ এমনকী ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারে, তার জন্য সবরকম ব্যবস্থা রাখতে হবে ৷ প্রত্যেক সেক্টর অফিসারদের নিজ নিজ আওতাধীন সবক’টি ভোট কেন্দ্রে পর্যবেক্ষণে যেতে হবে ৷ আর কোনও পরিষেবার অভাব থাকলে, তার ব্যবস্থা করতে হবে ৷"
আরও পড়ুন:
- কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার হচ্ছে তো? গতিবিধিতে নজর রাখবে কমিশন
- ভোটার কার্ড না থাকলেও আপনি ভোট দিতে পারবেন! কীভাবে জেনে নিন
- দিলীপের প্রার্থী পদ বাতিলের দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল