নয়াদিল্লি, 13 মে:বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের চতুর্থ পর্ব চলছে ৷ গত 19 এপ্রিল, 26 এপ্রিল ও 7 মে মিটে গিয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফার ভোট ৷ সোমবার 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দেশজুড়ে মোট 96টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ৷ তারমধ্যে রয়েছে বাংলার আট কেন্দ্র ৷ যথাক্রমে বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, বোলপুর, রানাঘাট, কৃষ্ণনগর ও বহরমপুর ৷ সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হতেই দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ডাক দিলেন ৷ বাংলা-সহ একাধিক ভাষায় এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিলেন তরুণ এবং মহিলাদের জন্য ৷ লিখলেন, "আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি ৷ আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি!"
আজকের ভোটের কথা মাথায় রেখে ইংরেজি, হিন্দি-সহ বাংলা, তেলুগু, ওড়িয়া ও মারাঠি ভাষায় পোস্ট করেন মোদি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, "আজ লোকসভার চতুর্থ পর্বের নির্বাচনে 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে ভোটগ্রহণ। আমি নিশ্চিত যে এই সব আসনে মানুষজন বিপুল সংখ্যায় ভোট দেবেন এবং তরুণ ও মহিলা ভোটদাতারাই ভোটের এই স্ফীতি ঘটাবেন। আসুন, আমরা সবাই আমাদের কর্তব্য পালন করি ৷ আর আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করি !"