নয়াদিল্লি, 8 জানুয়ারি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) নতুন প্রধান হিসেবে এস সোমানাথের পরবর্তিতে দায়িত্ব নেবেন ডঃ ভি নারায়ণন। ডঃ নারায়ণন, একজন প্রখ্যাত রকেট বিজ্ঞানী ৷ আগামী 14 জানুয়ারি থেকে তিনি নতুন দায়িত্ব সামলাবেন। মঙ্গলবার, একটি কেন্দ্রীয় নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে ৷ পরবর্তী নির্দেশ না মেলা পর্যন্ত এই পদে কাজ করবেন তিনি ৷
ডঃ ভি নারায়ণন একজন সুপরিচিত বিজ্ঞানী। রকেট এবং মহাকাশযান চালনায় তার প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে। এবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। তিনি রকেট এবং মহাকাশযানের প্রপালশনে বিশেষজ্ঞ। ডঃ ভি নারায়ণন 1984 সালে ISRO-তে যোগ দেন এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিভিন্ন পদে কাজ করেছেন। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার (LPSC)-এর পরিচালক হওয়ার আগে অনেক সিনিয়র পদে কাজ করেছেন।
সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে উন্নত স্পেস ডকিং স্প্যাডেক্স চালু করার জন্য বিশ্বজুড়ে চর্চায় রয়েছে ISRO । চন্দ্রযান 4 এবং গগনযানের মতো প্রকল্পগুলির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতকে এই প্রযুক্তিতে কাজ করা দেশগুলির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই প্রযুক্তিতে কাজ করা অন্যান্য দেশগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিন। লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের (LPSC) ডিরেক্টর হিসাবে, কেন্দ্র 45টি লঞ্চ যান এবং 40টি স্যাটেলাইটের জন্য 190টি লিক্যুইড প্রপালশন সিস্টেম এবং কনট্রোল পাওয়ার প্ল্যান্ট সরবরাহ করেছে। এই পরিস্থিতিতে ইসরোর (ISRO) নতুন প্রধান হিসেবে ডঃ ভি নারায়ণনের থেকে দেশের প্রত্যাশা অনেকটাই ৷
প্রাথমিক পর্যায়ে, সাড়ে চার বছর ধরে তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (VSSC) সাউন্ডিং রকেট এবং অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (ASLV) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) এর সলিড প্রপালশন নিয়ে কাজ করেছেন। এর পাশাপাশি, ভি নারায়ণন প্রক্রিয়া পরিকল্পনা, প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং বিবর্ধিত অগ্রভাগ সিস্টেমের উন্নয়ন, যৌগিক মোটর কেস এবং যৌগিক ইগনিটার কেস এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
1989 সালে, তিনি আইআইটি-খড়গপুরে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম স্থানাধিকারী হিসেবে এম টেক করেন এবং লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারে (এলপিএসসি) ক্রায়োজেনিক প্রপালশন এলাকায় যোগদান করেন। বর্তমানে, ডঃ নারায়ণন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) প্রধান কেন্দ্রগুলির মধ্যে একটি LPSC-এর ডিরেক্টর পদে রয়েছেন ৷ এর সদর দফতর তিরুঅনন্তপুরমের ভ্যালিয়ামালায় রয়েছে, যার একটি ইউনিট বেঙ্গালুরুতে রয়েছে।