মুম্বই, 8 জানুয়ারি: প্রিয়াঙ্কা গান্ধির দিকে কি বন্ধুত্বের হাত বাড়ালেন কঙ্গনা রানাওয়াত ৷ সব বাধা পেরিয়ে মুক্তির আলো দেখতে চলেছে 'এমারজেন্সি' ৷ 10 জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে কঙ্গনা রানাওয়াতের বহু প্রতীক্ষিত ছবি ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে ধরা দেবেন কঙ্গনা ৷ ছবির বিশেষ স্ক্রিনিংয়ে প্রাক্তন প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নাতনি প্রিয়াঙ্কা গান্ধিকে আমন্ত্রণ জানালেন বলিউড কুইন ৷ ইন্দিরা গান্ধি 1966 থেকে 1977 সাল ও 1980 থেকে 1984 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দেশ শাসন করেছেন ৷
প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ কঙ্গনার
ছবির প্রোমোশনে এসে সাক্ষাৎকারে কঙ্গনা প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত শেয়ার করেন ৷ তিনি বলেন, "আমি সংসদে প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করেছি ৷ আর প্রথম কাজ যেটা আমি করেছি সেটা হল, আমি তাঁকে জানাই তোমার এমারজেন্সি ছবিটা দেখা উচিত ৷ ভালো লাগবে ৷ এরপর প্রিয়াঙ্কা আমাকে উত্তরে বলেন, হ্যাঁ, হতে পারে এটা আমি দেখব ৷"
Mumbai: When asked if she (Kangana Ranaut) is going to invite the Gandhi-Nehru family for a special screening
— IANS (@ians_india) January 8, 2025
Kangana Ranaut says, " i actually met priyanka gandhi ji in parliament, and the first thing i told her was, ‘aapko emergency dekhni chahiye.’ she was very gracious and… pic.twitter.com/bla0db7NbF
পর্দায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জীবনী
সাক্ষাৎকারে ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে কঙ্গনা বলেন, "আমি মিসেস গান্ধির সততা ও সতর্কতার সঙ্গে অভিনয় করেছি ৷ আমি ছবির রিসার্চের সময় ওঁনার ব্যক্তিগত জীবন নিয়ে প্রচুর পড়াশোনা করেছি ৷ একজন একা মহিলার লড়াই বলতে গিয়ে আশেপাশে পুরুষ চরিত্রও চলে আসে ৷ তাই আমি ওঁনার ব্যক্তিগত জীবনের অন্য দিকও সততার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি ৷ আমার মনে হয় তিনি ভারতবাসীর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছেন ৷ কারণ তিনবার প্রধানমন্ত্রী হওয়া কোনও মুখের কথা নয় ৷"
10 জানুয়ারি প্রেক্ষাগৃহে এমারজেন্সি (Emergency)
ছবির সংলাপ ও কিছু দৃশ্যের জন্য সেন্সর বোর্ডে আটকে যায় এই ছবি ৷ পাশাপাশি শিখ সম্প্রদায় ছবির মুক্তি নিয়ে বিরোধিতা করে ৷ ফলে গত বছর মুক্তি পায় না 'এমারজেন্সি' ৷ বিতর্কের জয় গড়ায় হাইকোর্ট পর্যন্ত ৷ অবশেষে সব বাধা-বিতর্ক পেরিয়ে 10 তারিখ প্রেক্ষাগৃহে আসছে কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মহিমা চৌধুরী, মিলন্দ সুমন, শ্রেয়স তলপড়ে অভিনীত 'এমারজেন্সি' ৷