ETV Bharat / state

ডিসেম্বর পর্যন্ত রাজ্যে আক্রান্ত 16, HMPV বাসা বাঁধে শ্রেয়া পাণ্ডের মেয়ের শরীরেও; কী অভিজ্ঞতা - SHREYA PANDE ON HMPV

পুরোপুরি সুস্থ শ্রেয়া-কন্যা ৷ ভিডিয়ো বার্তায় অযথা আতঙ্কিত না-হওয়ার পরামর্শ প্রয়াত সাধন পাণ্ডের মেয়ের ৷

SHREYA PANDE ON HMPV
HMPV-তে আক্রান্ত শ্রেয়া পাণ্ডের মেয়ে ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2025, 2:31 PM IST

কলকাতা, 8 জানুয়ারি: রাজ্যে ডিসেম্বর মাস পর্যন্ত এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছেন 16 জন ৷ স্বাস্থ্য ভবন সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ তবে জানুয়ারি মাসের তথ্য এখনও দেওয়া হয়নি ৷ HMPV-তে আক্রান্ত হয়েছিল প্রয়াত সাধন পাণ্ডের নাতনি তথা শ্রেয়া পাণ্ডের মেয়ে ৷ তবে, বর্তমানে সে পুরোপুরি সুস্থ ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন শ্রেয়া নিজে ৷ সেখানেই তিনি জানিয়েছেন, এইচএমপিভি পজিটিভি আসার সময় তাঁর মেয়ের শারীরিক অবস্থা কেমন ছিল ৷ কীভাবে তার চিকিৎসা হয়েছে ৷ সব তথ্য শেয়ার করেছেন শ্রেয়া ৷

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই ভাইরাসের সংক্রমণ রাজ্যে শুরু হয়েছিল গত বছরের নভেম্বর মাস থেকে ৷ ওই মাসে মোট 11 জন এইচএমপিভি-তে আক্রান্ত হন ৷ যার মধ্যে 8 জন শিশু, 2 জন প্রাপ্তবয়স্ক ও 1 প্রবীণের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছিল ৷ ডিসেম্বর মাসে আক্রান্তের সংখ্যা ছিল 5 ৷ যার মধ্যে 4 জন শিশু ও 1 জন প্রবীণ ৷ প্রবীণ ব্যক্তি আসানসোলের 76 বছরের বাসিন্দা ৷ তিন শিশু যথাক্রমে সল্টলেক, বারাসত ও তমলুকের বাসিন্দা ৷ আর একজন শিশু অসমের গুয়াহাটির বাসিন্দা ৷

HMPV-তে আক্রান্ত শ্রেয়া পাণ্ডের মেয়ে ! (ভিডিয়ো সূত্র- শ্রেয়া পাণ্ডের সোশাল মিডিয়া)

এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তৃণমূল বিধায়কের নাতনি তথা শ্রেয়া পাণ্ডের 6 বছরের কন্যাও ৷ শ্রেয়া ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, বর্তমানে এইচএমপি ভাইরাস নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে ৷ তাই মানুষকে সচেতন করতে ডাক্তারের সঙ্গে আলোচনা করেই নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ৷ যাতে এই ভাইরাস সম্পর্কে মানুষের একটি ধারণা তৈরি হয় ৷

শ্রেয়া বলেন, "2024 সালের 15 ডিসেম্বর থেকে আমার মেয়ের শরীর খারাপ ছিল ৷ জ্বর, সর্দি, কাশির সমস্যায় ভুগছিল ও ৷ সাধারণ সর্দি, কাশির থেকে এইবারেরটা বেশকিছুটা আলাদা ছিল ৷ তখন ওর চিকিৎসক সংযুক্তা দে-র সঙ্গে আমি যোগাযোগ করি ৷ তিনি বায়োফায়ার রেস্পিরেটরি 2.1 টেস্ট করতে দেন ৷ এই টেস্টে শরীরে যে কোনও ভাইরাস থাকলে, তা ধরা পড়বে ৷"

Shreya Pande on HMPV
নভেম্বর মাস থেকে রাজ্যে HMP ভাইরাসে আক্রান্তের সংখ্যা 16 ৷ (ইটিভি ভারত)

তবে, তাঁর মেয়ের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়নি বলে জানিয়েছেন শ্রেয়া পাণ্ডে ৷ তিনি বলেন, "ওর চিকিৎসা বাড়িতে থেকেই হয়েছে ৷ গলা ব্যথা ছিল ৷ তাই তরল এবং সেদ্ধ জাতীয় খাবার বেশি দেওয়া হয়েছে ৷ এছাড়াও স্বাস্থ্যকর খাবার ওকে দেওয়া হয়েছিল ৷ ভিটামিন সি এবং অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন ডাক্তার ৷ তবে আমি ওকে চনমনে ভাব হারাতে দেখিনি ৷"

শ্রেয়ার কথায়, "আমার মেয়ে বাড়িতে সাধারণভাবেই ঘোরাফেরা করেছে ৷ খেলা, পড়াশোনা, বাইরে যাওয়া সবই করেছে ৷ এতে কোনও সমস্যা হয়নি ৷" তবে, সবার ক্ষেত্রে যে তাঁর মেয়ের মতোই পরিস্থিতি থাকবে, তা না-ও হতে পারে বলে জানিয়েছেন শ্রেয়া ৷ তিনি বলেন, "আমার মেয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি বলে যে, বাকিদের কারও ক্ষেত্রে হবে না, এমনটা নয় ৷ যদি, জ্বর, সর্দি, কাশি মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে ৷"

তবে, কো-মর্বিডিটি রয়েছে এমন রোগীদের থেকে HMPV আক্রান্তকে দূরে রাখার কথা বলেছেন তৃণমূলের এই নেত্রী ৷ তাঁর মেয়ের চিকিৎসকও সেই পরামর্শ দিয়েছিলেন বলে জানান শ্রেয়া ৷ তবে, অযথা আতঙ্কিত না-হওয়ার পরামর্শই দিলেন তিনি ৷

কলকাতা, 8 জানুয়ারি: রাজ্যে ডিসেম্বর মাস পর্যন্ত এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছেন 16 জন ৷ স্বাস্থ্য ভবন সূত্রে এই খবর জানা গিয়েছে ৷ তবে জানুয়ারি মাসের তথ্য এখনও দেওয়া হয়নি ৷ HMPV-তে আক্রান্ত হয়েছিল প্রয়াত সাধন পাণ্ডের নাতনি তথা শ্রেয়া পাণ্ডের মেয়ে ৷ তবে, বর্তমানে সে পুরোপুরি সুস্থ ৷ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন শ্রেয়া নিজে ৷ সেখানেই তিনি জানিয়েছেন, এইচএমপিভি পজিটিভি আসার সময় তাঁর মেয়ের শারীরিক অবস্থা কেমন ছিল ৷ কীভাবে তার চিকিৎসা হয়েছে ৷ সব তথ্য শেয়ার করেছেন শ্রেয়া ৷

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই ভাইরাসের সংক্রমণ রাজ্যে শুরু হয়েছিল গত বছরের নভেম্বর মাস থেকে ৷ ওই মাসে মোট 11 জন এইচএমপিভি-তে আক্রান্ত হন ৷ যার মধ্যে 8 জন শিশু, 2 জন প্রাপ্তবয়স্ক ও 1 প্রবীণের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছিল ৷ ডিসেম্বর মাসে আক্রান্তের সংখ্যা ছিল 5 ৷ যার মধ্যে 4 জন শিশু ও 1 জন প্রবীণ ৷ প্রবীণ ব্যক্তি আসানসোলের 76 বছরের বাসিন্দা ৷ তিন শিশু যথাক্রমে সল্টলেক, বারাসত ও তমলুকের বাসিন্দা ৷ আর একজন শিশু অসমের গুয়াহাটির বাসিন্দা ৷

HMPV-তে আক্রান্ত শ্রেয়া পাণ্ডের মেয়ে ! (ভিডিয়ো সূত্র- শ্রেয়া পাণ্ডের সোশাল মিডিয়া)

এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল তৃণমূল বিধায়কের নাতনি তথা শ্রেয়া পাণ্ডের 6 বছরের কন্যাও ৷ শ্রেয়া ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, বর্তমানে এইচএমপি ভাইরাস নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে ৷ তাই মানুষকে সচেতন করতে ডাক্তারের সঙ্গে আলোচনা করেই নিজের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ৷ যাতে এই ভাইরাস সম্পর্কে মানুষের একটি ধারণা তৈরি হয় ৷

শ্রেয়া বলেন, "2024 সালের 15 ডিসেম্বর থেকে আমার মেয়ের শরীর খারাপ ছিল ৷ জ্বর, সর্দি, কাশির সমস্যায় ভুগছিল ও ৷ সাধারণ সর্দি, কাশির থেকে এইবারেরটা বেশকিছুটা আলাদা ছিল ৷ তখন ওর চিকিৎসক সংযুক্তা দে-র সঙ্গে আমি যোগাযোগ করি ৷ তিনি বায়োফায়ার রেস্পিরেটরি 2.1 টেস্ট করতে দেন ৷ এই টেস্টে শরীরে যে কোনও ভাইরাস থাকলে, তা ধরা পড়বে ৷"

Shreya Pande on HMPV
নভেম্বর মাস থেকে রাজ্যে HMP ভাইরাসে আক্রান্তের সংখ্যা 16 ৷ (ইটিভি ভারত)

তবে, তাঁর মেয়ের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়নি বলে জানিয়েছেন শ্রেয়া পাণ্ডে ৷ তিনি বলেন, "ওর চিকিৎসা বাড়িতে থেকেই হয়েছে ৷ গলা ব্যথা ছিল ৷ তাই তরল এবং সেদ্ধ জাতীয় খাবার বেশি দেওয়া হয়েছে ৷ এছাড়াও স্বাস্থ্যকর খাবার ওকে দেওয়া হয়েছিল ৷ ভিটামিন সি এবং অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন ডাক্তার ৷ তবে আমি ওকে চনমনে ভাব হারাতে দেখিনি ৷"

শ্রেয়ার কথায়, "আমার মেয়ে বাড়িতে সাধারণভাবেই ঘোরাফেরা করেছে ৷ খেলা, পড়াশোনা, বাইরে যাওয়া সবই করেছে ৷ এতে কোনও সমস্যা হয়নি ৷" তবে, সবার ক্ষেত্রে যে তাঁর মেয়ের মতোই পরিস্থিতি থাকবে, তা না-ও হতে পারে বলে জানিয়েছেন শ্রেয়া ৷ তিনি বলেন, "আমার মেয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি বলে যে, বাকিদের কারও ক্ষেত্রে হবে না, এমনটা নয় ৷ যদি, জ্বর, সর্দি, কাশি মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করাতে হতে পারে ৷"

তবে, কো-মর্বিডিটি রয়েছে এমন রোগীদের থেকে HMPV আক্রান্তকে দূরে রাখার কথা বলেছেন তৃণমূলের এই নেত্রী ৷ তাঁর মেয়ের চিকিৎসকও সেই পরামর্শ দিয়েছিলেন বলে জানান শ্রেয়া ৷ তবে, অযথা আতঙ্কিত না-হওয়ার পরামর্শই দিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.